নয়াদিল্লি: ডেরা প্রধান গুরমিত রাম রহিমের জন্য জেলের ভিতরে তাঁদের অধিকার "কাটছাঁট", "সঙ্কুচিত হচ্ছে বলে অভিযোগ তুলে গত ৪ দিন হল অনশন চালাচ্ছেন রোহতকের সোনারিয়া জেলের ১৩ বন্দি।
কারোর গ্রামের অনিল নামে জনৈক খুনের মামলায় অভিযুক্ত বন্দির কৌঁসুলি রাজেশ কুমার সাহারান জানিয়েছেন, অনশনে বসা ১৩ জনের মধ্যে তাঁর মক্কেলও আছেন। গুরমিত ওই জেলে আসার পর থেকে তাদের হেনস্থা, হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ অনশনরত বন্দিদের।
সাহারান বলেন, অনিল তাঁকে জানিয়েছেন, রামরহিম আসার পর জেল কর্তৃপক্ষ অন্য বন্দিদের সেলের বাইরে বেরতে দিচ্ছে না। লনে বেরিয়ে প্রকৃতির মুক্ত বাতাস উপভোগ করতেন তাঁরা, কিন্তু এখন পারছেন না। মেঝেয় শোওয়ার তোষক মিলছে না। খাবারেও সমস্যা হচ্ছে। ৫ মিনিট করে প্রতিদিন বাড়ির লোকজনের সঙ্গে কথা বলতেও পারছেন না, যা এতদিন করেছেন। জেলের ম্যানুয়েল মতো সুযোগসুবিধা না ফেরা পর্যন্ত অনশন চলবে বলে জানিয়ে দিয়েছেন ওই বন্দিরা।
এর আগে গত ৩০ আগস্ট ওই জেল থেকে জামিনে বেরনো দলিত অধিকার আন্দোলন কর্মী স্বদেশ কিরাদও এ ধরনের অভিযোগ তুলে দাবি করেন, রাম রহিম সেখানে আসার পর থেকে মনে হচ্ছে, জেলের মধ্যে আরও একটা জেলে আটকে রাখা হয়েছে তাঁদের।
যদিও অভিযোগ সম্পর্কে রোহতক জেলের সুপার সুনীল সাঙ্গওয়ানের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ডেরা প্রধানের জন্য 'কাটছাঁট' তাদের সুযোগ-সুবিধা, রোহতকের সোনারিয়া জেলের ১৩ বন্দি অনশনে
Web Desk, ABP Ananda
Updated at:
02 Sep 2017 06:50 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -