সিরসা: এবার পুলিশের জালে জেলবন্দি গুরমীত রাম রহিম সিংহ ইনসানের অন্যতম অনুগামী তথা চিকিৎসক মহিন্দর পাল সিংহ ওরফে মহেন্দর ইনসান। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনিই ডেরা অনুগামীদের ওপর নির্বীর্যকরণ অস্ত্রোপচার চালাতেন।


খবরে প্রকাশ, রবিবার তাঁকে সিরসায় ডেরা সদর দফতর থেকে গ্রেফতার করে হরিয়ানা পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)।  জোড়া ধর্ষণকাণ্ডে আদালতে রাম রহিম দোষী সাব্যস্ত হওয়ার পর পাঁচকুলা ও সিরসায় যে হিংসা ছড়িয়ে পড়েছিল, তাতে অন্যতম অভিযুক্ত ছিলেন মহিন্দর।


গত বছর ২৮ অগাস্ট তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই থেকে ফেরার ছিলেন মহিন্দর। সূত্রের খবর, এতদিন ডেরা চত্বরের মধ্যেই কোনও একটি অজ্ঞাত স্থানে আত্মগোপন করেছিলেন মহিন্দর। গত সেপ্টেম্বরে ডেরায় হানা দিলেও, মহিন্দেরর খোঁজ পায়নি পুলিশ।


পুলিশ আরও জানতে পেরেছে, সিরসায় হিংসা শুরু হওয়ার ঠিক আগে তাঁকে সেখানে দেখা গিয়েছিল। এরপর গত ১৭ অগাস্ট, হনিপ্রীত ইনসানের ডাকা বৈঠকেও তিনি উপস্থিত ছিলেন। তদন্তে উঠে এসেছে, ২৫ অগাস্টের হিংসার নেপথ্যে কূল ষড়যন্ত্রী তথা ডেরার অন্যতম আধিকারিক আদিত্য ইনসানের অত্যন্ত ঘনিষ্ঠ এই মহিন্দর।


হিংসার অব্যবহিত পর থেকেই আদিত্যর কোনও খোঁজ পাচ্ছিল না পুলিশ। প্রথমে আদিত্যর খোঁজ দিতে পারলে এক লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ। পরে, তা দ্বিগুণ করে ২ লক্ষ করা হয়। তাতেই আসে সাফল্য। গ্রেফতার হন আদিত্য। এবার পুলিশের জালে তাঁর অনুগামী।