সিরসা: গুরু গুরমীত রাম রহিম সিংহের শাস্তির বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানাবে ডেরা সচ্চা সৌদা।


২০০২ সালের একটি ধর্ষণ মামলায় শুক্রবার ডেরা সচ্চা সৌদা প্রধানকে দোষী সাব্যস্ত করে সিবিআই আদালত। সোমবার হবে সাজা ঘোষণা। এদিন, ডেরার মুখপাত্র দিলাবর ইনসান আদালতের রায়কে ‘অন্যায্য’ বলে উল্লেখ করেন। বলেন, আমরা এই রায়ের বিরুদ্ধে আবেদন করব।


রাম রহিমের দোষী সাব্যস্ত হওয়ামাত্রই পাঁচকুলায় হিংসার আগুন জ্বলে ওঠে। অশান্ত হয়ে ওঠে শিমলা হাইওয়ে। হিংসায় মারা যান ২৮ জন, আহতের সংখ্যা ২৫০ ছাড়ায়। একের পর গাড়ি, টেলিফোন এক্সচেঞ্জে আগুন ধরিয়ে দেয় রাম রহিম ভক্তরা। পুড়ে ছাই হয় রেল স্টেশন।


পরিস্থিতি সামলাতে নামাতে হয় সেনা ও আধাসামরিক বাহিনীকে। বিভিন্ন জায়গায় জারি করা হয় ১৪৪ ধারা।


পাঁচকুলার পাশাপাশি, আগুন ছড়ায় দিল্লি, গাজিয়াবাদেও। ট্রেন, বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাজধানীর লোনি চৌক এলাকায় একটি বাস আগুন ধরিয়ে দেয় ডেরা সমর্থকরা। পুলিশের কাছে খবর পৌঁছয় যে ২০-২৫ জন উন্মত্ত জনতা লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে।


অন্যদিকে, আনন্দ বিহার রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা রেওয়া এক্সপ্রেসেরর দুটি বগিতেও আগুন ধরানো হয়। পুলিশের অনুমান, এই দুটি ঘটনাতেই জড়িত স্বষোষিত গডম্যানের অনুগামীরা। মোট ৩ জনকে আটক করা হয়।


যদিও পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে। দিল্লি পুলিশ কমিশনারকে শান্তি বজায় রাখতে যথাযথ ব্যবস্থাগ্রহণের নির্দেশ দিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজাল।   দিল্লি সহ চার রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়।


এই পরিস্থিতিতে শান্তি বজায় রাখার আবেদন করেছে ডেরা। বিবৃতিতে বলা হয়েছে, আমাদের সঙ্গে যা ঘটেছে, তা অতীতে বিভিন্ন গুরুদের সঙ্গেই ঘটেছে। মানবিকতার উন্নয়নে ডেরা সাচা সৌদা নিজেদের নিবেদিত করেছে। আমরা শান্তি বজায় রাখার আবেদন করছি।