মুম্বই: কেন্দ্রের মোদী সরকারের আর্থিক নীতি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা সরকারের বিরুদ্ধে ভুল নীতি গ্রহণের অভিযোগ করেছেন। এবার কেন্দ্র ও মহারাষ্ট্রে বিজেপির শরিক দল শিবসেনাও সরকারের আর্থিক নীতি নিয়ে প্রশ্ন তুলল। দলের মুখপাত্র সামনা-য় কেন্দ্রর তীব্র সমালোচনা হয়েছে।
সামনা-য় গুজরাতের উন্নয়ণের মডেল নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সামনা-র সম্পাদকীয়তে লেখা হয়েছে, ‘গুজরাতে উন্নয়ণের কী হল? এর জবাবে সেখানকার মানুষ বলছেন যে, বিকাশ (উন্নয়ণ) পাগল হয়ে গিয়েছে। শুধু গুজরাতেই নয়, সারা দেশেই বিকাশ পাগল হয়ে গিয়েছে। সেই ছবিই বিজেপির প্রবীণ নেতা সামনে এনেছেন’।
সামনা-য় কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীর মন্তব্যও উল্লেখ করে হয়েছে। সামনা-য় প্রকাশিত নিবন্ধে লেখা হয়েছে, ‘রাহুল গাঁধীও বলেছেন যে, বিকাশ নিয়ে এত বড় বড় কথা বলা হয়েছে যে বিকাশ পাগল হয়ে গিয়েছে। অর্থনীতিতে বিশেষজ্ঞ মনমোহন সিংহ ও পি চিদম্বরমের মতো ব্যক্তিরা যখন এ কথা বলার চেষ্টা করেছিলেন, তখন তাঁদেরও পাগল অ্যাখ্যা দেওয়ার প্রয়াস করা হয়েছে। কিন্তু এখন বিজেপিরই প্রাক্তন অর্থমন্ত্রী এ কথা বলছেন’।
শিবসেনার কটাক্ষ, এখন যশবন্ত সিনহাকেও বেইমান বা রাষ্ট্রদ্রোহী বলা যেতে পারে।
শিবসেনা আরও বলেছে, ‘এখন বিভিন্ন বিষয়ে সরকারি প্রকল্প মুখ থুবড়ে পড়তে দেখা গিয়েছে। তবুও বিজ্ঞাপনে রোজই সাফল্যর ঢাক পেটানো হচ্ছে। যশবন্ত সিনহা যদি ভুল বলে থাকেন, তাহলে তা প্রমাণের দায়িত্ব বিজেপির। যে কথা যশবন্ত সিনহা বলছেন, সেই কথাই আমরা যখন বলছিলাম, তখন আমাদের দেশদ্রোহী বলা হয়েছিল। এবার যশবন্ত সিনহাকেও তাই করা হবে’।
উল্লেখ্য, মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরেও কেন্দ্রের আর্থিক নীতির সমালোচনা করেছেন। তিনি তাঁর ফেসবুক পেজে লেখেন, নোট বাতিল ভুল প্রমাণিত হয়েছে।লোকজনের চাকরি চলে গিয়েছে। জিনিসপত্রের দাম বাড়ছে। কিন্তু সরকারের কাছে এ নিয়ে কেউ মুখ খুলতে পারেনি।