বালাসোর: পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক মিসাইল ‘ধনুষ’-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল। আজ ওড়িশার উপকূলে নৌবাহিনীর জাহাজ থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এই ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে এবং সমুদ্রে ৩৫০ কিলোমিটার দূরে নির্দিষ্ট লক্ষ্যে সফলভাবে আঘাত হানতে সক্ষম।
প্রতিরক্ষামন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘পৃথ্বী’ ক্ষেপণাস্ত্রেরই একটি ভিন্ন রূপ হল ‘ধনুষ’। এই ক্ষেপণাস্ত্র ৫০০ কেজি ওজন বহন করতে সক্ষম। আজ সকাল ১০.৫২ মিনিটে পারাদীপের কাছে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে নৌবাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্স কম্যান্ড। এই পরীক্ষা সম্পূর্ণ সফল হয়েছে। ডিআরডিও-র আধিকারিকরা এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের উপর নজর রেখেছিলেন।
সেনাবাহিনী সূত্রে খবর, ইন্টিগ্রেটেড গাইডেড মিলাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ডিআরডিও যে পাঁচটি ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, তার অন্যতম ‘ধনুষ’। এই সিঙ্গল-স্টেজ লিকুইড প্রপেলড ক্ষেপণাস্ত্র ইতিমধ্যেই সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে যুক্ত করা হয়েছে। আজকের আগে এই ক্ষেপণাস্ত্র শেষবার পরীক্ষা করা হয়েছিল ২০১৫ সালের ৯ এপ্রিল।
ক্ষেপণাস্ত্র ‘ধনুষ’-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল
Web Desk, ABP Ananda
Updated at:
23 Feb 2018 04:31 PM (IST)
ছবি সৌজন্যে ডিআরডিও
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -