নয়াদিল্লি: বিভিন্ন সম্প্রদায়ের গভীরে প্রোথিত ধর্মীয় ছক মেনে চলা চিন্তাভাবনা ও একচোখোমি কাটাতে হলে আলোচনাই একমাত্র রাস্তা। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী বলেছেন, একুশ শতকে পৃথিবী এখন পরস্পরের সঙ্গে সংযুক্ত ও পরস্পরের প্রতি নির্ভরশীল। সন্ত্রাসবাদ থেকে পরিবেশ পরিবর্তন- সামনে চ্যালেঞ্জ অনেকগুলো। তাঁর স্থির বিশ্বাস, যাবতীয় সমস্যার সমাধান লুকিয়ে আছে এশিয়ার প্রাচীনতম ঐতিহ্য- বিতর্ক ও আলোচনায়।
মোদী বলেন, তিনি সেই ভারতীয় ঐতিহ্যের ফসল, যা বিভিন্ন ইস্যুতে আলোচনায় বিশ্বাস করে। প্রাচীন ভারতীয় তর্কশাস্ত্র আলোচনা ও বিতর্কের মাধ্যমে যাবতীয় বিবাদের সমাধান খুঁজত।
মায়ানমারের ইয়াঙ্গনে সংবাদ-গ্লোবাল ইনিশিয়েটিভ অন কনফ্লিক্ট অ্যাভয়ডেন্স অ্যান্ড এনভায়রনমেন্ট কনশাসনেস সংক্রান্ত আলোচনাসভায় প্রধানমন্ত্রী এই ভিডিও বার্তা পাঠান।
শ্রীরাম, শ্রীকৃষ্ণ, হনুমান ও প্রহ্লাদের উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এঁদের প্রত্যেকের কাজের উদ্দেশ্য ছিল ধর্মকে তুলে ধরা। প্রাচীন থেকে আধুনিক ভারতীয়দের মধ্যে এই চিন্তা সাঁকোর কাজ করেছে।
শুধু আলোচনার মাধ্যমেই বিবাদ মেটানো সম্ভব, বললেন প্রধানমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Aug 2017 03:47 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -