প্রধানমন্ত্রী বলেছেন, একুশ শতকে পৃথিবী এখন পরস্পরের সঙ্গে সংযুক্ত ও পরস্পরের প্রতি নির্ভরশীল। সন্ত্রাসবাদ থেকে পরিবেশ পরিবর্তন- সামনে চ্যালেঞ্জ অনেকগুলো। তাঁর স্থির বিশ্বাস, যাবতীয় সমস্যার সমাধান লুকিয়ে আছে এশিয়ার প্রাচীনতম ঐতিহ্য- বিতর্ক ও আলোচনায়।
মোদী বলেন, তিনি সেই ভারতীয় ঐতিহ্যের ফসল, যা বিভিন্ন ইস্যুতে আলোচনায় বিশ্বাস করে। প্রাচীন ভারতীয় তর্কশাস্ত্র আলোচনা ও বিতর্কের মাধ্যমে যাবতীয় বিবাদের সমাধান খুঁজত।
মায়ানমারের ইয়াঙ্গনে সংবাদ-গ্লোবাল ইনিশিয়েটিভ অন কনফ্লিক্ট অ্যাভয়ডেন্স অ্যান্ড এনভায়রনমেন্ট কনশাসনেস সংক্রান্ত আলোচনাসভায় প্রধানমন্ত্রী এই ভিডিও বার্তা পাঠান।
শ্রীরাম, শ্রীকৃষ্ণ, হনুমান ও প্রহ্লাদের উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এঁদের প্রত্যেকের কাজের উদ্দেশ্য ছিল ধর্মকে তুলে ধরা। প্রাচীন থেকে আধুনিক ভারতীয়দের মধ্যে এই চিন্তা সাঁকোর কাজ করেছে।