নয়াদিল্লি: কালো টাকা, দুর্নীতি ও জাল নোট মোকাবিলার উদ্দেশ্য নিয়ে গত বছরের ৮ নভেম্বর নোট বাতিলের ঘোষণা করা হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্কের হিসেবে অনুযায়ী, বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোটের ৯৯ শতাংশই ফেরত এসেছে। সংসদে লিখিত জবাবে অর্থমন্ত্রক জানাল, নোট বাতিলের প্রভাব সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভব নয়। একইসঙ্গে জানানো হয়েছে, অর্থনীতির এগিয়ে চলার গতিরুদ্ধ হয়নি।
রাজ্যসভায় এক লিখিত জবাবে অর্থ দফতরের প্রতিমন্ত্রী পি রাধাকৃষ্ণন জানিয়েছেন, মূলধন গঠনের হার, সঞ্চয় ও প্রযুক্তির ব্যবহারের মতো অন্য অনেক ফ্যাক্টরের ওপর ভারতীয় অর্থনীতির সার্বিক বৃদ্ধির হার নির্ভরশীল।
মন্ত্রী জানিয়েছেন, নোট বাতিলের প্রভাব সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা খুবই কঠিন।
সরকারের কাছে প্রশ্ন করা হয়েছিল, নোট বাতিলের ফলে কি ভারতের অর্থনীতির গতি রুদ্ধ হয়ে গিয়েছে। উত্তরে মন্ত্রী বলেছেন, ভারতীয় অর্থনীতির গতি রুদ্ধ হয়নি।
নিজের বক্তব্যের সমর্থনে রাধাকৃষ্ণন বলেছেন, চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে বৃদ্ধির হার গত এপ্রিল-জুন পর্বের ৫.৭ শতাংশ থেকে বেড়ে ৬.৩ শতাংশ হয়েছে।