নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে অনলাইনে মামলার তথ্য জমা দেওয়ার ব্যবস্থা চালু হওয়ার ফলে যেমন স্বচ্ছতা আসবে, তেমনই প্রভাব খাটানোও বন্ধ হবে বলে মন্তব্য করলেন প্রধান বিচারপতি জে এস খেহার। আজ ইন্টিগ্রেটেড কেস ম্যানেজমেন্ট ইনফর্মেশন সিস্টেমের উদ্বোধনের পর তিনি বলেছেন, দেশের ২৪টি হাইকোর্টেই এই ব্যবস্থা চালু করার পক্ষে তিনি। এছাড়া দেশজুড়ে নিম্ন আদালতগুলিতেও ডিজিটাল ব্যবস্থা চান তিনি।

অনলাইনে মামলার তথ্য জমা দেওয়ার ব্যবস্থার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, সুপ্রিম কোর্ট ও বিভিন্ন হাইকোর্টের বিচারপতি এবং আইনজীবীরা। এই অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, ‘ডিজিটাল ব্যবস্থায় কোনওভাবে জালিয়াতি করা যাবে না। এই ব্যবস্থায় সব রেকর্ডই অক্ষত থাকবে। কোনওভাবেই তথ্য বিকৃত করা যাবে না।’

প্রধান বিচারপতি আরও বলেছেন, নতুন ব্যবস্থায় মামলাকারীদের জীবনে একবারই মামলা দায়ের করতে হবে। এর ফলে আদালতের কাজ অনেক সহজ হয়ে যাবে। মামলাকারীরা প্রকৃত খরচ জানতে পারবেন। কেউ তাঁদের ঠকাতে পারবে না। মামলার শুনানির দিন সহ যাবতীয় তথ্য হাতের মুঠোয় চলে আসবে। কোনও তথ্যই মুছে ফেলা যাবে না। আইনজীবীরা মামলা দায়ের করলেই মামলাকারী তা জানতে পারবেন।