নয়াদিল্লি: পাকিস্তানের সঙ্গে আলোচনার পক্ষে সওয়াল করলেন কংগ্রেসের প্রবীণ নেতা দিগ্বিজয় সিংহ। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্যর সৈয়দ আহমেদ খানের ১৯৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিগ্বিজয় বলেছেন, পাকিস্তানকে প্রতিবেশী হিসেবে মেনে নিতে হবে এবং ওই দেশের সঙ্গে সম্পর্কের উন্নতির জন্য সচেষ্ট হতে হবে। এক্ষেত্রে আলোচনাই একমাত্র উপায়।
এদেশে পাক শিল্পীদের নিষিদ্ধ করা সংক্রান্ত বিতর্ক ঘিরেও নিজের মতামত জানিয়েছেন দিগ্বিজয়। বলিউডের সিনেমায় পাক শিল্পীদের কাজ করার ক্ষেত্রে বিরোধিতার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন তিনি। তাঁর প্রশ্ন, পাক শিল্পীদের ভিসা মঞ্জুরের পরও তাঁদেরকে কীভাবে ঝঞ্ঝাটে ফেলা হচ্ছে। দিগ্বিজয় বলেছেন, দুই দেশের শিল্পীদেরই একে অপরের সিনেমায় কাজ করতে দেওয়া উচিত। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির জন্যই এটা প্রয়োজন। কংগ্রেস নেতা বলেছেন, শিল্পীরা দূতের মতো। তাঁরা সম্পর্কের উন্নতিতে সাহায্য করতে পারেন।ভারত-পাক সম্পর্কের উন্নতির জন্য মানুষে মানুষে যোগাযোগকে উত্সাহিত করার প্রয়োজন রয়েছে।যুদ্ধ কখনই কোনও বিকল্প নয়।
অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে দিগ্বিজয় কেন্দ্রের এনডিএ সরকারকে তোপ দেগেছেন। তাঁর অভিযোগ, একটি বিশেষ সম্প্রদায়কে লক্ষ্যবস্তুতে পরিণত করার উদ্দেশে কেন্দ্র অভিন্ন দেওয়ানি বিধির ধারাকে ব্যবহার করতে চাইছে। তিনি বলেছেন, সহমতে না আসা পর্যন্ত অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরা করা উচিত নয়।
তিন তালাক ইস্যু সম্পর্কে দিগ্বিজয় বলেছেন, মুসলিমদের ব্যক্তিগত আইনে কেন্দ্রের হস্তক্ষেপ করা উচিত নয়। পাশাপাশি তিনি নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে মহিলাদের অধিকারের বিষয়টি নিশ্চিত করার জন্য মুসলিম সম্প্রদায়কে পরামর্শও দিয়েছেন।
পাকিস্তানের সঙ্গে আলোচনার পক্ষে সওয়াল দিগ্বিজয়ের
ABP Ananda, web desk
Updated at:
23 Oct 2016 07:30 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -