নয়াদিল্লি: উরি সেনাছাউনিতে সন্ত্রাসের পরদিনই শুরু হয়ে গেল অভিযোগের পালা। বরিষ্ঠ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ মন্তব্য করেছেন, ১৯৯৯-এ কান্দাহারে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান হাইজ্যাকের ঘটনায় জৈশ ই মহম্মদ প্রধান মাসুদ আজহারকে ছেড়ে দিয়ে আপস করেছিল তখনকার এনডিএ সরকার। আর জৈশ জঙ্গিরাই উরিতে হামলা চালিয়েছে।

দিগ্বিজয়ের অভিযোগ, মাসুদ আজহারকে ছেড়ে দেওয়ার ফলই এখন ভুগতে হচ্ছে। সেনা ছাউনিতে হামলা আটকাতে না পারার জন্য সেনাবাহিনীর ‘ব্যর্থতা’-র দিকেও আঙুল তুলেছেন তিনি।








২০জন সেনাকর্মীর মৃত্যুতে গোটা দেশ যখন শোকস্তব্ধ, তখন দিগ্বিজয়ের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে। এর আগে গত মাসে, দিগ্বিজয় কাশ্মীরকে ‘ভারত অধিকৃত কাশ্মীর’ বলে উল্লেখ করেন।