নয়াদিল্লি: প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহকে ২০১২ সালে বিতর্কিত ইসলাম প্রচারক জাকির নায়েকের সঙ্গে একমঞ্চে দেখা গিয়েছে। সেই অনুষ্ঠানে ইসলাম প্রচারকের উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন তিনি। এ ব্যাপারে একটি ভিডিও সামনে এসেছে।


তাতে দিগ্বিজয়কে বলতে শোনা গিয়েছে, জাকির তাঁর ভাষণের মাধ্যমে বিশ্বে শান্তির বার্তা পৌঁছে দিয়েছেন। সেজন্য তিনি জাকিরের কাছে চিরকাল কৃতজ্ঞও থাকবেন। জাকিরের সৌজন্যে এত মানুষের সামনে নিজের বক্তব্য রাখতে পেরে ভীষণই খুশি, বলেন দিগ্বিজয়।

এপ্রসঙ্গে এবিপি-র পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে এই সাক্ষাৎ-এর কথা স্বীকারও করেন দিগ্বিজয়। তিনি জানান, সেই অনুষ্ঠানে জাতি বিদ্বেষের বিরোধিতা করে, জাকির শান্তির বাণী শুনিয়েছিলেন। তার সঙ্গে এই মুহূর্তের পরিস্থিতির কোনও সম্পর্ক নেই। তিনি এও বলেন, জাকির যদি সত্যিই কোনও বিতর্কিত মন্তব্য করে থাকেন, তাহলে সরকার-প্রশাসন তার তদন্ত করে দেখবে এবং ব্যবস্থা গ্রহণ করবে।

সম্প্রতি ডক্টর জাকির নায়েকের বিতর্কিত ভাষণ শুনে বাংলাদেশের গুলশনের হামলায় সামিল সন্ত্রাসবাদীদের একজন উদ্বুদ্ধ হয়েছিল বলে শোনা যাচ্ছে। সূত্রের দাবি, মুম্বই পুলিশের একটি দল জাকিরের সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের কর্মীদের আজ জেরা করে।
এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এখন সৌদি আরব গিয়েছেন জাকির। আগামী ১১ জুলাই ফিরবেন ভারতে। তারপর এখানে এসেই তিনি একটি সাংবাদিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে।