মুম্বই: কঙ্গনা রানাউতের সঙ্গে কৃষক আন্দোলনকে কেন্দ্র করে সোস্য়াল মিডিয়ায় বাকযুদ্ধে জড়িয়ে ট্যুইটারে হু হু করে ফলোয়ার বাড়িয়ে নিলেন দিলজিত্ দোসাঞ্জ।  পঞ্জাবি স্টার আর বলিউড অভিনেত্রী সেই যে মাইক্রোব্লগিং সাইটে ট্যুইট আর পাল্টা ট্যুইট করে চলেছেন, তার নিট ফল, ট্যুইটারে দিলজিতের ফলোয়ার সংখ্যা আচমকা এক ধাক্কায় বেড়ে হয়েছে ৪৩ লক্ষ। নতুন ফলোয়ার বেড়েছে ৪ লক্ষের ওপর। কঙ্গনা যা-ই বলেছেন, তার পাল্টা জবাব দিয়ে সোস্যাল মিডিয়ায় অনুরাগীদের মন জয় করে নিয়েছেন তিনি। সোস্যাল মিডিয়ায় তাঁকে ‘GOAT’ তকমা দিয়েছেন তাঁরা। পাশাপাশি #DiljitVsKangana, #DiljitDestroysKangana  হ্যাশট্যাগ ও এই জাতীয় বিষয় আজ পর্যন্ত ট্রেন্ডিং হয়েছে।


কৃষক আন্দোলন-বিক্ষোভের কেন্দ্রে যোগ দেওয়া বৃদ্ধাকে শাহিনবাগের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী প্রতিবাদের মুখ বিলকিস বানো বা ‘দাদি’- বলে ভুল করে চিহ্নিত করে বিদ্রুপাত্মক মন্তব্য করায় বৃহস্পতিবার কঙ্গনার সমালোচনা করেন দিলজিত্। যাঁকে ঘিরে বিতর্ক, সেই বৃ্দ্ধার নাম মহিন্দর কউর বলে জানিয়ে একটি ভিডিও শেয়ার করেন তিনি। সেই দুজনের সংঘাতের সূত্রপাত। কঙ্গনা সেই পোস্ট মুছে ফেললেও দিলজিতকে কটাক্ষ করে পরিচালক করণ জোহরের ‘পোষ্য’ বলেন। কঙ্গনার অনুগামী,ভক্তরা তাঁর পাশে থাকলেও  দিলজিত্ ট্যুইটার ব্যবহারীদের ভাল সমর্থন পান, যাঁরা পুরো ব্যাপারটা নিয়ে মিম বানিয়ে সোস্যাল মিডিয়ায় ছড়িয়েছেন।


এদিকে কঙ্গনার পোস্টটিকে ‘অবমাননাকর’ তকমা দিয়ে আইনি নোটিস পাঠানো হয়েছে তাঁকে। পাশাপাশি বম্বে হাইকোর্টে রিট পিটিশন পেশ করেও তাঁর ট্য়ুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করার  নির্দেশ চাওয়া হয়েছে।