চেন্নাই: তামিলনাড়ুর আর কে নগর কেন্দ্রে উপনির্বাচনের আগের দিন প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার হাসপাতালে থাকাকালীন সময়ের একটি ভিডিও প্রকাশিত হওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে। টিটিভি দীনাকরণ শিবির এই ভিডিও প্রকাশ করেছে। ২০ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, জয়ললিতা রাত্রিকালীন পোশাক পরে আছেন। তাঁকে দেখে অসুস্থ বলেই মনে হচ্ছে। তিনি স্ট্র দিয়ে হেলথ ড্রিঙ্ক পান করছেন। তাঁর পাশে একটি দেবী মূর্তি রাখা আছে। এই ভিডিওটি কবে তোলা হয়েছে, সেটা জানা যায়নি।
তামিলনাড়ুর মুখ্য নির্বাচনী আধিকারিক রাজেশ লাখোনি জানিয়েছেন, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে নির্বাচন সংক্রান্ত কোনও নথি বা বিষয় সম্প্রচার বা প্রকাশ করা আইনবিরুদ্ধ। টিভি চ্যানেলগুলিকে অবিলম্বে এই ভিডিও সম্প্রচার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এইআইএডিএমকে-র অভিযোগ, ভোটের আগের দিন ইচ্ছাকৃতভাবে এই ভিডিও প্রকাশ করা হয়েছে। এটা চক্রান্ত ছাড়া আর কিছু নয়।
গত বছরের ২২ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন জয়ললিতা। তাঁর জ্বর ও ডিহাইড্রেশনের সমস্যা ছিল। ৭৫ দিন হাসপাতালে থাকার পর ৫ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতেই আর কে নগর কেন্দ্রটি খালি হয়েছে। সেখানেই আগামীকাল ভোটগ্রহণ। এআইএডিএমকে প্রার্থী ই মধুসূদন। নির্দল প্রার্থী হিসেবে লড়াই করছেন দীনাকরণ। তাঁর শিবিরের পক্ষ থেকেই জয়ললিতার এই ভিডিও প্রকাশিত হওয়ায় নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে বলে অভিযোগ তামিলনাড়ুর মৎস্যমন্ত্রী ডি জয়কুমারের। তিনি দীনাকরণের তীব্র সমালোচনা করে বলেছেন, ‘আম্মার খ্যাতি ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যেই শশীকলার পরিবার এই চক্রান্ত করছে। আর কে নগর উপনির্বাচনের দিকে তাকিয়েই এটা করা হয়েছে। এই ভিডিও প্রকাশ করে দীনাকরণ নির্বাচনী বিধিভঙ্গ করেছেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’
জয়কুমার আরও বলেছেন, জয়ললিতার হাসপাতালে ভর্তি হওয়া ও চিকিৎসা সংক্রান্ত বিষয়টি তদন্ত করার জন্য তামিলনাড়ু সরকার প্রাক্তন বিচারপতি এ ঔরঙ্গস্বামীর নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে। কারও কাছে জয়ললিতার বিষয়ে কোনও তথ্য থাকলে সেটা কমিশনকেই দেওয়া উচিত।
আর কে নগর কেন্দ্রে উপনির্বাচনের আগের দিন হাসপাতালে জয়ললিতার ভিডিও প্রকাশ, সম্প্রচারে নিষেধাজ্ঞা কমিশনের
Web Desk, ABP Ananda
Updated at:
20 Dec 2017 03:52 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -