নয়াদিল্লি: রিয়েলটি সংস্থা ডিএলএফের চেয়ারম্যান কেপি সিংহর মেয়ে রেণুকা তলওয়ার রাজধানী দিল্লির প্রাণকেন্দ্রে একটি বাংলো কিনলেন। এর দাম প্রায় চাড়ে চারশ কোটি টাকা। ব্যক্তিগতভাবে তিনি এই বাড়ি কিনেছেন।
এক একর জায়গা জুড়ে থাকা ল্যুটিয়েন্স দিল্লির পৃথ্বীরাজ রোডের সম্পত্তিটি বিক্রি করেছেন রিয়েলটি সংস্থা টিডিআই-এর ম্যানেজিং ডিরেক্টর কমল তানেজা।
রেণুকা তলওয়ারের রয়েছে ১৫.৪ লক্ষ শেয়ার, ২০১৬-র ৩০ ডিসেম্বরের হিসেবে ডিএলএফ-এ তাঁর রয়েছে ০.০৯ শতাংশ অংশীদারি। তাঁর স্বামী জিএস তলওয়ার কোম্পানির নন-এক্সিকিউটিভ ডিরেক্টর।
সূত্রের খবর, চার মাস আগে এই বাংলোটি কেনেন রেণুকা। এই সম্পত্তির কেনাবেচা সম্পর্কে ডিএলএফ বা টিডিআই-এর পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।
সূত্রের খবর, আর তিন-চারজন ক্রেতা এই সম্পত্তি কিনতে আগ্রহী ছিলেন। কিন্তু বিক্রেতা প্রথমে ৬০০ কোটি টাকা দাম চেয়েছিলেন। শেষপর্যন্ত সাড়ে চারশ কোটি টাকা দাম চূড়ান্ত হয়।
ডিএলএফ চেয়ারম্যানের ল্যুটিয়েন্স দিল্লিতে দুটি সম্পত্তি রয়েছে। নতুন কেনা বাংলোয় রেণুকার ছেলে রাহুল থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।
ল্যুটিয়েন্স দিল্লিতে ৪৫০ কোটি টাকায় বাংলো কিনলেন ডিএলএফ প্রধানের মেয়ে
ABP Ananda, web desk
Updated at:
19 Dec 2016 07:22 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -