নয়াদিল্লি: চারদিনের ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সফরের আজ দ্বিতীয় দিন। এই সফরে হাসিনা ভারতের জন্যে কি উপহার এনেছেন জানেন?
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্যে হাসিনা এনেছেন পাঞ্জাবি, এক জোড়া সিল্কের পাজামা, সেদেশের সুন্দর কিছু শিল্পকর্মের নিদর্শন, ডিনার সেট, চামড়ার ব্যাগের সেট, চার কিলো কালোজাম ও রসগোল্লা, দু কিলো সন্দেশ, ২০ কিলোগ্রাম ইলিশ এবং দু কিলো টক দই। এছাড়া বাংলাদেশের বিদেশমন্ত্রক সূত্রে খবর, রাষ্ট্রপতির মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের জন্যে একটি সিল্কের শাড়িও এনেছেন হাসিনা।
এছাড়া উপরাষ্ট্রপতি মহম্মদ হামিদ আনসারিকে একটি ডিনার সেট, চামড়ার ব্যাগ, দু কিলো রসগোল্লা ও কালোজাম এবং এক কিলো সন্দেশ উপহার সরূপ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
মোদীর জন্যে বাংলাদেশ থেকে হাসিনা এনেছেন চামড়ার অফিস ব্যাগের সেট, চার কিলো কালোজাম ও রসগোল্লা, দু কিলো সন্দেশ এবং চার কিলো টক দই। এছাড়া মোদীর মায়ের জন্যে এনেছেন রাজশাহী সিল্কের শাড়ি।
বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের জন্যে একটি রাজশাহী সিল্কের শাড়ি, টি সেট, দু কিলো রসগোল্লা ও কালোজাম, এক কিলো সন্দেশ এবং দু কিলো টক দই উপহার এনেছেন হাসিনা।
পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন বেনারসি শাড়ি, দু কিলো রসগোল্লা ও কালোজাম, এক কিলো সন্দেশ এবং দু কিলোর টক দই।
এছাড়া অর্থমন্ত্রী অরুণ জেটলিকে একটি রুপোর নৌকা উপহার দিয়েছেন তিনি।
আজ যৌথ সাংবাদিক বৈঠক করেন মোদী-হাসিনা। সেখানে সন্ত্রাস মোকাবিলায় একজোট হওয়ার বার্তা দেন দুদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা দুই দেশই সন্ত্রাসবাদের প্রশ্নে আপস করি না। দু-দেশের সীমান্তে শান্তি বজায় রাখতে আমরা উদ্যোগী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, তিস্তার গুরুত্ব আমাদের দু-দেশের কাছে সমান। সেজন্যই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজ আমাদের মাননীয় অতিথি। যত দ্রুত সম্ভব তিস্তা জলবন্টন সমস্যার সমাধান হবে বলে তিনি আশাপ্রকাশ করেন। এর আগে প্রতিরক্ষা ও অসামরিক পরমাণু সহযোগিতা ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় ২২টি চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ থেকে ভারতের জন্যে কী কী উপহার আনলেন শেখ হাসিনা? দেখুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Apr 2017 04:24 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -