নয়াদিল্লি: স্বাস্থ্যকেন্দ্রে কোনও চিকিৎসক না থাকায় অটো রিকশাতেই সন্তানের জন্ম দিতে বাধ্য হলেন এক মহিলা। দুর্ভাগ্যজনক এই ঘটনা ঘটেছে ছত্তীসগঢ়ের কোরিয়া জেলায়। এই ঘটনায় ফের বিজেপি-শাসিত এই রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা প্রকট হয়ে গিয়েছে।
ওই মহিলার পরিবারের লোকজন জানিয়েছেন, আসন্নপ্রসবা অবস্থায় তাঁকে একটি অটো রিকশায় চাপিয়ে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কোনও চিকিৎসক ছিলেন না। কোনও স্বাস্থ্যকর্মীও ওই মহিলাকে সাহায্য করেননি। ফলে পরিবারের লোকজনই তাঁকে সন্তানের জন্ম দেওয়ার ক্ষেত্রে সাহায্য করেন।
ছত্তীসগঢ়ের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলির চিকিৎসকরা প্রায়ই অত্যধিক কাজের চাপের অভিযোগ করে থাকেন। রোগীরা আবার পাল্টা দাবি করেন, সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসকদের দেখা মেলে না। বেশিরভাগ সময়ই উপযুক্ত চিকিৎসা পাওয়া যায় না। রোগীদের এই অভিযোগ যে সত্যি, সেটা ফের দেখা গেল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) রিপোর্ট অনুযায়ী, ভারতে সন্তানের জন্ম দিতে গিয়ে প্রতি ঘণ্টায় পাঁচজন মহিলার মৃত্যু হয়। দেশের বেশিরভাগ জায়গাতেই উপযুক্ত স্বাস্থ্য পরিকাঠামো নেই।
স্বাস্থ্যকেন্দ্রে নেই চিকিৎসক, ছত্তীসগঢ়ে অটো রিকশাতেই সন্তানের জন্ম দিলেন মহিলা
Web Desk, ABP Ananda
Updated at:
02 Apr 2018 09:11 AM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -