সেই রতন টাটার মানবিক মুখ ফের একবার প্রকাশ্যে। এবার একটি কুকুরকে দত্তক নেওয়ার আর্জি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তিনি।
খ্যাতির শিরোনামে থেকেও রতন টাটা কোনওদিন ভোলেননি মাটির টান। তাঁকে সব সময় দেখা গিয়েছে মানুষের পাশে থাকতে। করোনা আবহেও বহু মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁর সংস্থা থেকে ছাঁটাই তো করেনইনি, উল্টে পাশে থেকেছেন কর্মীদের। করোনার জন্য হাসপাতাল বানানো, টাকা দিয়ে সাহায্য করা, সব ব্যাপারেই অগ্রণী ভূমিকা নিয়েছেন।
রতন টাটা ইনস্টাগ্রামে মাঝে মধ্যে নানা কিছু পোস্ট করেন। তাঁর পশুদের প্রতি ভালোবাসাও চোখে পড়ে। রতন টাটাকে দেখা যায় রাস্তার কুকুরদের দত্তক নিতে। যত্ন করে পুষতে। এমনকী, নিজের অফিসের সামনে তিনি রাস্তার কুকুরদের আদর করতে মাটিতেও বসে পড়েন।
এবার ফের পশুপ্রেমী রতন টাটাকে দেখা গেল। বেশ কিছুদিন আগে দুর্ঘটনায় একটি কুকুরের পিছনের পা দুটি বাদ যায়। স্প্রাইট নামের সেই কুকুরটি প্রায় মারাই যেত। সেই কুকুরকে তুলে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন রতন টাটা। কুকুরটির পিছনের পায়ের জায়গায় লাগিয়ে দেওয়া হয় হুইল চেয়ারের মতো দুটি চাকা। যা পেয়ে আবার ছুটে বেড়াতে শুরু করেছে কুকুরটি। এবার সেই কুকুরটিকে দত্তক নেওয়ার জন্যই সোশ্যাল মিডিয়ায় আবেদন জানালেন তিনি। লিখলেন, “আমাকে অনেক বার সাহায্য করেছেন আপনারা! ফের একবার সাহায্যের আর্জি জানাচ্ছি। এই কুকুরটিকে যদি কেউ ভালোবেসে দত্তক নিতে চান তাহলে যোগাযোগ করুন।" এর পর একটি লিঙ্ক দেন তিনি। এবং কুকুরটির ছবি শেয়ার করেন। অনেক মানুষ প্রশংসা করেছেন তাঁর। কয়েকজন যোগাযোগ করতেও চেয়েছেন। কুকুরটিকে নিতেও চেয়েছেন অনেকে।
আপাতত নতুন আস্তানার খোঁজে স্প্রাইট। আর তাকে নিয়ে উদ্বেগমুক্তির খোঁজে রতন টাটা।