মান্ডা: কুকুরের মুখে  সদ্যোজাতর দেহ।  এই মর্মান্তিক ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের মান্ডায়। মান্ডা ইন্সস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমআইএমএস)-র পাশে পথচলতি লোকজনের চোখে পড়ে ঘটনাটি। তাঁরা দেখেন, এক শিশুর দেহ নিয়ে ছুটছে একটা কুকুর। তাঁরা ইঁটপাটকেল ছোঁড়া শুরু করলে দেহটি ফেলে পালায় কুকুরটি। শিশুটিকে এমআইএমএস-এ নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।
এই মর্মান্তিক খবর চাউর হতেই হাসপাতালে ছুটে আসেন জেলা স্বাস্থ্য আধিকারিক ড. মোহন এবং হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট ডাক্তার হনুমন্ত। ঘটনার অনুসন্ধান শুরু হয়। জানা যায়, ওই শিশুটিকে মৃত অবস্থাতেই প্রসব করেছিলেন রিজভান নামে এক মহিলা। সদ্যোজাতর দেহটি রিজভানের স্বামী সামিউল্লার হাতে তুলে দেওয়া হয়। সত্কারের পরিবর্তে সামিউল্লা শিশুটির দেহ ব্ল্যাড ব্যাঙ্কের পাশে জঞ্জালের স্তুপে ছুঁড়ে ফেলে দেন। সেখান থেকেই দেহটি মুখে তুলে নিয়ে গিয়ে খাওয়ার চেষ্টা করছিল কুকুরটি।
ঘটনার জেরে সামিউল্লাকে হেফাজতে নিয়েছে পুলিশ।
গত ১৬ জুলাই একই ধরনের একটি ঘটনা ঘটেছিল ইন্দৌরের মহারাজা যশবন্তরাও হাসপাতালেও। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। ভিডিও-তে হাসপাতাল চত্বরেই সদ্যোজাত দেহ খেতে দেখা গিয়েছিল একটি কুকুরকে।