ভোপাল: মধ্যপ্রদেশের সাতনার জেলা হাসপাতালের প্রসূতি কক্ষ থেকে সদ্য জন্মানো মৃত শিশুর দেহ টেনে নিয়ে গেল কুকুর।
উত্তরপ্রদেশের চিত্রকূটের বাসিন্দা ৩৬ বছরের শায়রা বানো সন্তানসম্ভবা ছিলেন। তাঁকে গত ৩১ জুন সাতনা জেলা হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিত্সক জানিয়েছেন, ওই দিন রাতে ওই অন্তঃস্বত্ত্বা এক অপরিণত শিশুর জন্ম দেন। হাসপাতাল কর্মীরা ওই মৃত শিশুর দেহ বাবা-মায়ের হাতে তুলে দেন। তাঁরা ওই রাতটা প্রসূতি কক্ষেই থাকার সিদ্ধান্ত নেন। কিন্তু রাতেই একটা কুকুর মৃত শিশুর দেহ মুখে তুলে নিয়ে পালিয়ে যায়। বাইরে লোকজন তা দেখতে পেয়ে দেহ উদ্ধার করে বাবা-মার হাতে ফিরিয়ে দেন। পরের দিন মৃতশিশুকে মাটিতে পুঁতে ফেলা হয়।
২ জুলাই ঘটনাটির কথা জানাজানি হয়। হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করেছে যে, এই ঘটনায় নিশ্চয় গাফিলতি ছিল। বিষয়টি তদন্ত করে দেখার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মধ্যপ্রদেশের হাসপাতালে সদ্য জন্মানো মৃত শিশুর দেহ টেনে নিয়ে গেল কুকুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Aug 2016 10:15 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -