পানাজি: দেশি পর্যটকরা পৃথিবীর আবর্জনা। উত্তর ভারতীয়রা গোয়ায় হরিয়ানা তৈরির চেষ্টা করছে। এমনই মন্তব্য করেছেন গোয়ার নগর ও পরিকল্পনা মন্ত্রী বিজয় সরদেশাই।
ব্যাম্বোলিমে গোয়া বিজফেস্টে বক্তৃতা দিতে গিয়ে মন্ত্রী বলেন, পর্যটক হিসেবে রাজ্য সরকারের উচিত বিদেশি ও উচ্চবর্গীয় ভারতীয় পর্যটকদের নিয়ে আসার চেষ্টা করা। মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর যে এক কোটি পর্যটকের লক্ষ্যমাত্রা রেখেছেন তার পরিষ্কার বিরুদ্ধতা করেন তিনি।
সরদেশাই গোয়া ফরওয়ার্ড পার্টির নেতা, রাজ্যে বিজেপির সঙ্গে এই দলের সমঝোতা হয়েছে।
শিল্পপতি ও পর্যটন বিশেষজ্ঞদের সামনে মন্ত্রী স্মার্ট সিটি সংক্রান্ত খুঁটিনাটি নিয়ে আলোচনা করছিলেন। তখনই আবর্জনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি গোয়ায় বেড়াতে আসা পর্যটকদের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, আজ গোয়ায় যা জনসংখ্যা তার প্রায় ৬ গুণ বেশি পর্যটক। এরা যথেষ্ট উন্নতমানের নয়, বিশ্বের আবর্জনা। এরা কি দায়িত্বশীল? একেবারেই না। যদি বাকি ভারতের সঙ্গে গোয়ার তুলনা করেন, আমরা মাথা পিছু আয়ে, সামাজিক ও রাজনৈতিক সচেতনতায় এগিয়ে। যারা এখানে বেড়াতে আসছে তাদের থেকে আমরা অনেক উন্নতমানের।
এখানেই থেমে না থেকে সরদেশাই বলেছেন, এক সময় এদের ঠেকাতে পারতাম। কিন্তু আমরা সব ডিম এক ঝুড়িতে রাখব ঠিক করেছি। ইংরেজরা গিয়েছে, এসেছে রুশ। যেখানে রুশ যায়, গোটা বিশ্বে সেখানে অন্য পর্যটকরা যায় না। এখন আমরা উত্তর ভারতীয়দের ওপর নির্ভরশীল আর ওরা এইসব কাজকর্ম করছে। ওরা গোয়া নিয়ে চিন্তিত নয়। বরং গোয়ায় হরিয়ানা বানাতে চায়। খেদোক্তি মন্ত্রীর।
মন্ত্রী আরও বলেছেন, দিল্লি, হরিয়ানা, গুরগাঁওয়ের লোকেরা এসে হোটেলে ওঠে না কেন। তারা এখানে ওখানে জমি কিনছে, বাড়ি বানাচ্ছে। ওরা সব কিছু গ্রাস করতে চায়। এখানে আমাদের জীবনযাত্রার নির্দিষ্ট ধরণ আছে। ৫০ বছর আগে মহারাষ্ট্রের অংশ হব না বলে আমরা লড়াই করেছিলাম। এখন এই সব লোকের বিরুদ্ধে আবার লড়াই শুরু হয়েছে।
এই অবশ্য প্রথম নয়। এর আগেও সরদেশাই একবার বলেন, গোয়া এত দুর্মূল্য করে তোলা উচিত, যাতে ভারতীয় পর্যটকরা গোয়ায় আসতেই না পারে।
দেশি পর্যটকরা পৃথিবীর আবর্জনা, উত্তর ভারতীয়রা গোয়াকে হরিয়ানা করে তুলছে, অভিযোগ গোয়ার মন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Feb 2018 12:23 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -