মুম্বই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পক্ষে শাপে বর হতে পারেন। এমনই মনে করেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান মুকেশ আম্বানি। আম্বানি বলেছেন, ট্রাম্প যেভাবে এইচওয়ানবি ভিসা প্রদানের ওপর কড়াকড়ি করতে চাইছেন, তা ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের পক্ষে আশীর্বাদ হতে পারে। এর ফলে দেশীয় প্রতিভা ও দেশীয় তথ্যপ্রযুক্তি শিল্প ভারতের মাটিতেই তাদের জায়গা তৈরির কথা ভাববে।

মুম্বইতে ন্যাসকম ইন্ডিয়া লিডারশিপস ফোরামে এসে  রিলায়েন্স প্রধান মন্তব্য করেছেন, ভারতের বাজার বিশাল। ট্রাম্প যদি আমেরিকায় ভারতীয় কর্মী আসার ওপর কড়াকড়ি করেন, তাহলে এ দেশেই কাজ খুঁজে নেবেন তাঁরা। তাঁদের প্রতিভায় দেশের মানুষের জীবনযাত্রার উন্নতি হবে, শিল্পও হবে অনেক বেশি উৎপাদনশীল।

টাটা সনসের আগামী চেয়ারম্যান এন চন্দ্রশেখরণও মুকেশের কথার প্রতিধ্বনি করেছেন। তাঁর কথায়, যখনই কোনও নীতিগত বা ভিসাগত কড়াকড়ি হয়, তখনই বলাবলি শুরু হয়, আইটি শিল্প বিপাকে পড়বে। কিন্তু আসল ব্যাপারটা ঠিক উল্টো। এই শিল্পের বাজার যেমন বাড়ছে, তেমন পাল্লা দিয়ে বাড়ছে চাহিদাও। অতএব প্রকৃত অর্থে ভয়ের কিছু নেই।