নয়াদিল্লি: সাতটি জাতীয় রাজনৈতিক দলের অনুদান বিগত অর্থবর্ষের তুলনায় ২০১৫-১৬ তে ৮৪ শতাংশ হ্রাস পয়েছে। আগের বছর রাজনৈতিক দলগুলির অনুদানের পরিমাণ ছিল ৫২৮.৬৭ কোটি টাকা। চলতি অর্থবর্ষে তা কমে হয়েছে ১০২.২ কোটি টাকা। নির্বাচন কমিশনের কাছে পেশ করা রাজনৈতিক দলগুলির হিসেব অনুযায়ী এই তথ্য জানা গিয়েছে।
রাজনৈতিক দলগুলিকে অনুদান বা চাঁদার ক্ষেত্রে স্বচ্ছতার কথা অনেক ধরেই বলা হচ্ছে। অ্যাসোসিয়েসন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)-এর একটি রিপোর্টে বলা হয়েছে, ২০১৫-১৬ অর্থবর্ষে জাতীয় রাজনৈতিক দলগুলি ২০ হাজার টাকার বেশি ১,৭৪৪ টি অনুদানের মাধ্যমে ১০২.২ কোটি টাকা পাওয়ার কথা ঘোষণা করেছে।এরমধ্যে নগদে মাত্র ১.৪৫ কোটি টাকা, যা মোট অনুদানের মাত্র ১.৪২ শতাংশ।
আইন অনুযায়ী ২০ হাজার টাকার কম অনুদান নির্বাচন কমিশনে জানানোর প্রয়োজন নেই। যদিও রাজনৈতিক দলগুলির ইনকাম ট্যাক্স রিটার্নে সেই অনুদানের উল্লেখ রাখতে হয়। তবে রাজনৈতিক দলগুলিকে আয়কর দিতে হয় না।
সাতটি জাতীয় দল হল-বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম, সিপিআই, এনসিপি এবং বিএসপি।
এই দলগুলির মধ্যে বিএসপি জানিয়েছে, তারা ২০ হাজার টাকার বেশি কোনও অনুদান পায়নি।
রিপোর্ট অনুসারে, অনুদানে সবচেয়ে হ্রাস হয়েছে এনসিপি-র। তাদের অনুদান ৯৮ শতাংশ কমেছে।২০১৪-১৫ সালে যেখানে এনসিপি-র প্রাপ্ত অনুদানের পরিমাণ ছিল ৩৮.৮২ কোটি টাকা। চলতি অর্থবর্ষে তা কমে হয়েছে ৭১ লক্ষ টাকা।
কেন্দ্রের শাসক দল বিজেপি ২০১৫-১৬ তে অনুদান হিসেবে ৭৬.৮৫ কোটি টাকা পাওয়ার কথা জানিয়েছে। এর আগের বছর এর পরিমাণ ছিল ৪৩৭.৩৫ কোটি টাকা।এক্ষেত্রে ৮২ শতাংশ হ্রাস হয়েছে। ২০১৩-১৪ এবং ২০১৪-১৫ তে বিজেপি এক্ষেত্রে ১৩৭ শতাংশ বৃদ্ধির কথা জানিয়েছিল।
কংগ্রেসের প্রাপ্ত অনুদান ২০.৪২ কোটি টাকা, সিপিএমের ১.৮১ কোটি টাকা, সিপিআইয়ের ১.৫৮ কোটি টাকা এবং তৃণমূলের প্রাপ্ত অনুদানের পরিমাণ ৬৫ লক্ষ টাকা।
Exit Poll 2024
(Source: Matrize)
চলতি অর্থবর্ষে সাত জাতীয় রাজনৈতিক দলের প্রাপ্ত অনুদান ৮৪ শতাংশ কমল
ABP Ananda, web desk
Updated at:
21 Dec 2016 11:31 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -