নয়াদিল্লি: সীমান্ত পাহারা দিতে দিতে অন্য কোনও মেয়ের প্রতি স্বামী দুর্বল হয়ে পড়লেন কিনা খবর রাখুন। ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ বা আইটিবিপি কর্তব্যরত জওয়ানদের স্ত্রীদের এই পরামর্শ দিল। এ জন্য একটি পুস্তিকা বার করেছে তারা, তা সীমান্তে পাহারারত জওয়ানদের স্ত্রীদের মধ্যে বিলি করা হয়েছে।

পুস্তিকায় পরামর্শ, দেখবেন, আপনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ থাকার সময় স্বামী যেন আর একটি বিয়ে না করে ফেলতে পারেন। তাঁর রেজিমেন্টাল নম্বর ও র‌্যাঙ্ক সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখুন। যদি তিনি আর কাউকে বিয়ে করেন, খবর দিন তাঁর অফিসে। অভিযোগ সত্যি প্রমাণিত হলে ওই জওয়ানের চাকরি চলে যাবে।

ব্যক্তিগত স্বাস্থ্যবিধি নিয়ে নানা নির্দেশিকা সম্বলিত পুস্তিকাটি বার করেছে আধাসামরিক এই বাহিনী। জওয়ানদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে, ছুটিতে বাড়ি গিয়ে বাড়ির লোকের হাতে অবশ্যই যেন এই পুস্তিকা তুলে দেন তাঁরা।

আইটিবিপি জানিয়েছে, তাদের জওয়ানরা দুর্গম জায়গায় কাজ করেন, যেখান থেকে অবশিষ্ট জগতের সঙ্গে যোগাযোগের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তাই তাঁরা যাতে সুস্থভাবে জীবন কাটাতে পারেন, তাই বার হয়েছে এই পুস্তিকা। এতে জওয়ানদের স্ত্রীদের বলা হয়েছে, স্বামীর বর্তমান মাইনে, তাঁর ব্যাটেলিয়ন বা ইউনিট কোথায় কাজ করছে, এমনকী বছরে তিনি কতগুলো ছুটি পান- সব নথদর্পণে রাখতে।

সার্ভিস বুকে সংশ্লিষ্ট জওয়ানের স্ত্রী হিসেবে যেন তাঁর নাম থাকে, সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিমা পলিসিতে যেন তাঁকেই নমিনি করা হয়, তাও দেখার জন্য স্ত্রীদের অনুরোধ করা হয়েছে।

আইটিবিপি জানিয়েছে, যেহেতু জওয়ানরা দীর্ঘদিন বাড়ি থাকেন না, তাই স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীরাই সংসার চালান। অথচ বেশিরভাগ সময় দেখা যায়, নিজেদের অধিকার সম্পর্কে কোনও ধারণাই নেই তাঁদের। তাই তাঁদের অবহিত করার জন্য এই পুস্তিকা, যাতে কেউ তাঁদের কখনও ভুল বুঝিয়ে ফায়দা না লুঠতে পারে।