নয়াদিল্লি: দেশে করোনা সংক্রমণের নিরিখে প্রত্যেক দিন তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। কখনও আগের দিনের পরিসংখ্যানকে ছাপিয়ে যাচ্ছে আক্রান্তের সংখ্যা, কখনও আবার মৃত্যুর সংখ্যায় পেরিয়ে যাচ্ছে আগের দিনের রেকর্ডকে।


এমন অবস্থায় স্যানিটাইজারের ব্যবহার নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মন্ত্রকের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল ড: আর কে বর্মা বলেছেন, ‘এটা অভূতপূর্ব সময়। কেউ কোনওদিন ভাবেননি এরকম ধরনের একটা ভাইরাস ছড়িয়ে পড়বে। নিজেদের সুরক্ষিত রাখার জন্য মাস্ক পরুন। ঘন ঘন গরম জল পান করুন। এবং হাত ধুতে থাকুন। বেশি স্যানিটাইজার ব্যবহার করবেন না।’



চিকিৎসক ও বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন যে, অতিরিক্ত স্যানিটাইজার ব্যবহার করলে ত্বকের উপকারী ব্যাক্টিরিয়া মারা যায়। তাই অতিরিক্ত স্যানিটাইজার ব্যবহার না করাই ভাল বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, সাবান ও জল উপলব্ধ থাকলে স্যানিটাইজার এড়িয়ে যাওয়াই শ্রেয়।

শনিবার ভারতে ৪৮,৯১৬ জন নতুনভাবে করোনা আক্রান্ত হয়েছেন। মোট সংক্রমিতের সংখ্যা ১২ লক্ষ ৩৬ হাজার ৮৬১। দেশে মোট মৃ্ত্যু হয়েছে ৩১,৩৫৮ জনের।