নয়াদিল্লি:  বর্তমানে মহিলাদের ওপর যৌন নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা দেশের প্রত্যেক রাজ্যেই বেড়ে গিয়েছে। ধর্ষণের হার বৃদ্ধি পাওয়ায় কারণ হিসেবে অনেক সময়ই বহু রাজনৈতিক দলের নেতা-মন্ত্রী থেকে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা বলে থাকেন, এরজন্যে মহিলাদের পোশাক, তাঁদের জীবনধারাই দায়ী। এবার সমাজের সেই বুদ্ধিজীবীদেরই মুখের মতো জবাব দিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, মহিলাদের ওপর যৌন নির্যাতন বৃদ্ধির পিছনে কোনওভাবেই দায়ী নয় তাঁদের পোশাক। এটা একেবারেই হাস্যকর দাবি। যদি মহিলাদের পোশাক ধর্ষণের কারণ হত, তাহলে বৃদ্ধা বা ছোট শিশুরা ধর্ষণের শিকার হতেন না। ইদানিংকালে শিশুদের ওপর যৌন নির্যাতনের হার সবচেয়ে বেড়ে গিয়েছে। দিল্লিতে এফআইসিসিআইয়ের আয়োজিত এক সমাবেশে এই মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন আইনি সংস্থাকে আরও তৎপর হতে হবে মহিলাদের নিরাপত্তা দেওয়ার বিষয়।


 

প্রসঙ্গত, দশটি ঘটনার মধ্যে, সাতটি ক্ষেত্রেই মহিলাদের পরিচিত লোকজনই তাঁদের ওপর যৌন নির্যাতন চালায়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে মহিলারা তাঁদের আত্মীয়, বন্ধু, প্রতিবেশীদের হাতেই ধর্ষণের শিকার হচ্ছেন। সেক্ষেত্রে প্রশ্নের মুখে মানুষের মানসিকতাই। প্রসঙ্গত, যে মানসিকতা নিয়ে ছেলেদের বড় করে তোলে তাঁদের পরিবার, তারজন্যে তাঁরা শেখেন না মহিলাদের সম্মান করতে। সেই মানসিকতার সবচেয়ে আগে পরিবর্তন হওয়া দরকার, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর।

এছাড়া পুলিশকেও অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিতে হবে। মহিলাদের ওপর যৌন নিগ্রহের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিতে কোনওরকমের গরিমসি করা উচিত নয় প্রশাসনের। প্রসঙ্গত, গত মাসেই কাঠুয়াকাণ্ডের পর কেন্দ্র এক অর্ডিন্যান্স এনে শিশুধর্ষণে দোষীসাব্যস্তদের ফাঁসির শাস্তিতে অনুমোদন দিয়েছে।