নয়াদিল্লি: সালোয়ার কামিজ পরে বাড়িতে ঢুকে বৃদ্ধ দম্পতিকে খুন করেছিল ১৭ বছরের এক কিশোর। পরের দিন কর্পোরেট পোশাক পরে বেরিয়ে গিয়েছিল সে। দক্ষিণ-পূর্ব দিল্লির অমর কলোনির ওই ঘটনায় ওই কিশোর ও তার মাকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৭ জানুয়ারি বীরেন্দার কুমার খানেজা (৭৭) এবং তাঁর স্ত্রী সরলা খানেজার পচাগলা দেহ বাড়িতে পাওয়া যায়। এই ঘটনার তদন্তে নেমে পরের দিন পুলিশ আংশিক সময়ের পরিচারিকা ও তার ছেলেকে গ্রেফতার করে পুলিশ। ওই পরিচারকা সরলা খানেজার ম্যাসাজের কাজ করত।
জেরায় পুলিশ জানতে পারে, ওই পরিচারিকাই তার ছেলেকে খানেজা দম্পতির বাড়িতে ঢোকার জন্য দরজা খুলে দিয়েছিল। সে তখন সালোয়ার কামিজ পরে ফ্ল্যাটে এসেছিল।
পুলিশ জানিয়েছে, ওই ছেলেটি প্রথমে বৃদ্ধাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে গয়না ও টাকাপয়সা চুরি করে। এরপর বীরেন্দরের ফ্ল্যাটে ফেরার অপেক্ষায় ওত্ পেতে বসেছিল সে। বীরেন্দর বাড়িতে ঢুকতেই তাঁকেও খুন করে সে।
পুলিশ জানিয়েছে, এই অপরাধ করার পর যখন সে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়, তখব তার পরনে ছিল কর্পোরেট পোশাক। মাথায় ছিল টুপি। সঙ্গে ছিল একটি হ্যান্ড ব্যাগ ও ট্রলি। আর ওই ট্রলিতেই ছিল চুরি করা গয়না ও নগদ টাকা ভরা আয়রন সেফ। এরপর কারুর মনে যাতে কোনও সন্দেহ না হয় তা নিশ্চিত করতে মোবাইলে কথা বলার ভান করে বেরিয়ে যায় অভিযুক্ত কিশোর।
আংশিক সময়ের পরিচারিকাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার অভিযুক্ত কিশোরকে একদিনের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
যে পোশাক পরে ছেলেটি বেরিয়ে গিয়েছিল, সেই পোশাক, দম্পতির ফ্ল্যাট ও গাড়ির চাবি তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। সালওয়ার কামিজটি উদ্ধারের জন্য পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে।
তার কাছ থেকে নয় লক্ষ টাকা নগদ, সোনার গয়না ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।