নয়াদিল্লি:  সম্প্রতি ভারত এবং ব্রিটেনের ওয়াইল্ড লাইফ আধিকারিকদের নজরে এসেছে একটি আন্তর্জাতিক পাচারচক্রের কার্যকলাপ। এই পাচারচক্রটি মনিটর টিকটিকির যৌনাঙ্গ শুকিয়ে গাছের শিকড় বলে চালিয়ে বিদেশে বিক্রি করে দিচ্ছে। সেখানে বলা হচ্ছে এই বস্তুটি সৌভাগ্য আনতে সক্ষম এবং বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানেও সেটা ব্যবহার করা হচ্ছে।


লন্ডনের বিশ্ব পশু সংরক্ষণ সংস্থার প্রতিনিধিদের দাবি বিদেশে পশ্চিমবঙ্গের মনিটর টিকটিকি এবং হলুদ মনিটর টিকটিকির মারাত্মক চাহিদা রয়েছে। এই টিকটিকির যৌনাঙ্গটি শুকিয়ে গেলে অনেকটা গাছের শিকড়ের মতো দেখতে হয়ে যায়। বিদেশে মানুষ বিশ্বাস করেন, সেটি সৌভাগ্য আনতে সক্ষম। তাই চড়া দামে সেখানে টিকটিকির যৌনাঙ্গ বিক্রি হচ্ছে।

ওয়াইল্ড লাইফের আধিকারিকরা ভারতের পাঁচ রাজ্যে গতমাসে এই অভিযোগের ভিত্তিতে তল্লাশিও চালায়, এবং এখনও তল্লাশি চলছে। প্রসঙ্গত, সৌভাগ্য আনতে পারে যে গাছগুলো সেগুলো এখন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে গেছে। তাই টিকটিকির লিঙ্গের সঙ্গে সেই গাছের শিকড়ের  সাদৃশ্য থাকায়, ভাঁওতা দিয়ে সেটাই বিক্রি হচ্ছে অনলাইনে। তল্লাশি অভিযানে ওড়িশা থেকে সবচেয়ে বেশি সংখ্যক এধরনের টিকটিকির যৌনাঙ্গ পাওয়া গেছে।