বেঙ্গালুরু: ২ ব্যাঙ্ক কর্মী ব্যাঙ্কের ভেতরে, কাজকর্ম সারছেন। নিরাপত্তা রক্ষী নেমে গেছেন রাস্তার ধারে, প্রাকৃতিক প্রয়োজনে। গাড়িতে শুধু চালক আর ১ কোটি ৩৭ লক্ষ টাকা। মুহূর্তের মধ্যে সক্কলকে বুড়ো আঙুল দেখিয়ে গাড়ি সুদ্ধ টাকা নিয়ে পালাল চালক। তাও এই নোট বাতিলের বাজারে।

বেঙ্গালুরুতে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কেজি রোড শাখায় এমনই ঘটনা ঘটেছে। বুধবার বেলা দুটো থেকে তিনটের মধ্যে ২ ব্যাঙ্ক কর্মী ও এক নিরাপত্তারক্ষী এটিএমে ভরার জন্য ১ কোটি ৩৭ লক্ষ টাকা নিয়ে আসেন। কিন্তু মুহূর্তের অসতর্কতায় এত বড় ঘটনা ঘটে যাবে কেউই ভাবেননি।

ভ্যানটি অবশ্য স্থানীয় বসন্তনগর এলাকা উদ্ধার করা হয়েছে। তাতে পড়ে ছিল ৪৫ লক্ষ টাকা। কিন্তু বাকি ৯২ লক্ষ টাকা সহ চালক, ৪৫ বছরের ডোমিনিক সেলভারাজের কোনও খবর নেই। পুলিশ জানিয়েছে, টাকার মধ্যে ছিল শুধু নতুন ২,০০০ টাকা ও ১০০ টাকার নোট। ওদিনই স্থানীয় দুটি ব্যাঙ্ক থেকে তোলা হয়েছিল ওই টাকা।

পুলিশ জানিয়েছে, চারটি দল গড়ে পলাতক চালকের খোঁজে নেমেছে তারা। ডোমিনিক আগে থেকেই টাকা চুরির ছক কষেছিল বলে তারা মনে করছে। কোন রাস্তা দিয়ে পালাবে, তাও আগে থেকে ঠিক করে রেখেছিল সে। সিসিটিভি দেখে ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ শুনে তার খোঁজ পাওয়ার চেষ্টা চলছে।

বেঙ্গালুরুর সবকটি পুলিশ স্টেশনকে সতর্ক করা হয়েছে এ ব্যাপারে। অন্ধ্র ও তামিলনাড়ু সীমানায় নজরদারিও বাড়ানো হয়েছে।