ইন্দওর: আইপিএলের ম্যাচে করছাড়ে নারাজ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানকে কটাক্ষ কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিংহের। আইপিএলের আয়োজকদের কাছে তাঁর প্রস্তাব, টি-২০ ম্যাচ চলাকালে চিয়াললিডারদের সরিয়ে ভগবান রামের বন্দনা গানের ব্যবস্থা করা হোক।
এবারে আইপিএলে আগামী মাসে ইন্দওরে তিনটি ম্যাচ খেলা হবে। এই ম্যাচগুলির জন্য কর ছাড় দিতে রাজি নন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে দিগ্বিজয়ের কটাক্ষ, চিয়ারলিডারদের রাখার পক্ষে নন মুখ্যমন্ত্রী। তাই তিনি কর ছাড় দিতে নারাজ।
দিগ্বিজয় বলেছেন, ‘আইপিএলের ম্যাচগুলিকে বিনোদন কর ছাড় দিতে সমস্যা কোথায়? আমাকে বলা হয়েছে যে, মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান আইপিএলে চিয়ারলিডারদের ব্যবহার করার পক্ষপাতী নন। এ ব্যাপারে আমার একটা প্রস্তাব রয়েছে..ম্যাচে যখন চার-ছয় হবে বা উইকেট পড়বে তখন চিয়ারলিডারদের বদলে ভগবান রামের বন্দনা গান বাজানো উচিত’।
দিগ্বিজয় আরও বলেছেন, ক্রিকেটের জনপ্রিয়তার কথা মাথায় রেখে বিনোদন করে ছাড় দেওয়া উচিত।
আইপিএল ম্যাচে চিয়ারলিডারদের বাদ দিয়ে রামের বন্দনা গান হোক, শিবরাজকে কটাক্ষ দিগ্বিজয়ের
ABP Ananda, web desk
Updated at:
26 Mar 2017 01:14 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -