নয়াদিল্লি: দিল্লি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া উড়ানের খাবারের ট্রলিতে নিষিদ্ধ ড্রাগ পাওয়া গিয়েছে। কীভাবে ওই ড্রাগ ট্রলিতে পৌঁছল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। অনেকেই মনে করছেন, ঘটনায় ভেতরের কারও হাত রয়েছে।

১৯ তারিখ চেন্নাই থেকে দিল্লি এসেছিল এয়ার ইন্ডিয়ার ৪৪০ নম্বর ওই উড়ান। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে এয়ার ইন্ডিয়ার উড়ানের একটি খাবারের ট্রলির একদম নীচের তাকে ওই খয়েরি প্যাকেট দেখতে পায় শুল্ক দফতর। বিমানের ক্যাটারিং সংস্থার জনৈক সুপারভাইজার ট্রলির কাঁটা, চামচ ইত্যাদির নীচে ওই প্যাকেট দেখতে পান।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে।

চেন্নাই থেকে ওই ট্রলিতে জিনিসপত্র তোলা হয়। ফলে শুধু বিমানসংস্থার কর্মী ও কেবিন ক্রুরা ছাড়া আর কারও ঘটনায় জড়িত থাকার কথা না। জানা গিয়েছে, প্যাকেটের ওজন ২ কেজির কাছাকাছি, সম্ভবত মরফিন রয়েছে তাতে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা জানিয়েছেন, ওই প্যাকেটে ১৮৯৫ গ্রাম মিশ্র মরফিন রয়েছে।