নয়াদিল্লি: মত্ত অবস্থায় ছাদ থেকে পড়ে গেলেন ৩০ বছরের বিদেশিনীর। দক্ষিণ দিল্লির মেহরৌলির একটি বাড়ির চারতলার ছাদ থেকে আজ ভোরে নিচে পড়ে যান কোপে নামে ওই নাইজিরিয় মহিলা। পুলিশ জানিয়েছে, ছত্তরপুর এনক্লেভের বাসিন্দা কোপে আজ ভোর সাড়ে চারটা নাগাদ চয়েস অ্যাপার্টমেন্ট চত্বরে মত্ত অবস্থায় নিরাপত্তী রক্ষীকে ধাক্কা মেরে ঢুকে পড়েন। এরপর সোজা চারতলার ছাদে চলে যান। সেখান থেকেই নিচে পড়ে যান তিনি। পুরো ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। জখম বিদেশীনিকে এইমসের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। তাঁর পায়ে চোট লেগেছে। এজন্য তাঁর অস্ত্রোপচার করা হবে।
ওই মহিলা নিজে ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন, না কি ছাদ থেকে পড়ে গিয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
নিরাপত্তা রক্ষীকে ধাক্কা মেরে চারতলার ছাদে উঠে নিচে পড়ে জখম মাতাল নাইজিরিয় মহিলা
ABP Ananda, web desk
Updated at:
04 May 2017 12:57 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -