নয়াদিল্লি: ভগৎ সিংহ বিপ্লবী সন্ত্রাসবাদী! দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের আওতাধীন ইতিহাসের বইয়ে স্বাধীনতা আন্দোলনের বীরকে এ ভাবেই উল্লেখ করা হয়েছে বলে লোকসভায় জানালেন অনুরাগ ঠাকুর। বিজেপি সাংসদ অনুরাগ এতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। ‘ইন্ডিয়াজ স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স’ নামে ওই বইয়ের লেখক প্রখ্যাত ইতিহাসবিদ বিপান চন্দ্র ও মৃদুলা মুখার্জি, জানিয়েছেন তিনি।
অনুরাগের আরও অভিযোগ, ইউপিএসসি-র এক পরীক্ষাতেও ভগতের বিপ্লবী সন্ত্রাসবাদ নিয়ে প্রশ্ন রাখা হয়েছে। বিতর্কিত ইতিহাস বইয়ের লেখকদ্বয়ের সঙ্গে ইউপিএ-র যোগসূত্রের উল্লেখ করে তিনি দাবি করেন, ২০০৪ থেকে ২০১২ পর্যন্ত বিপান চন্দ্র ছিলেন এনবিটি চেয়ারপার্সন। মৃদুলা মুখার্জি ভিজিল্যান্স তদন্তের মুখোমুখি বলেও দাবি করেন তিনি। অনুরাগ দাবি করেন, শিক্ষা জাতির চরিত্র গঠনে বড় ভূমিকা নেয়। সুতরাং আমাদের দেশে পড়ুয়াদের কী শেখানো হচ্ছে, তা নিয়ে বিতর্ক হওয়া উচিত।
এদিকে ভগতের পরিবার তাঁকে কেন ইতিহাস বইয়ে বিপ্লবী সন্ত্রাসবাদী বলা হয়েছে, সে ব্যাপারে তীব্র ক্ষোভ জানিয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে। তাঁরা স্মৃতি ইরানিকে চিঠি লিখে ওই বইয়ে যথাযথ পরিবর্তন করার দাবি তুলেছেন। প্রসঙ্গত, বইয়ে ভগতের পাশাপাশি চন্দ্রশেখর আজাদ, সূর্য সেনের মতো স্বাধীনতা যোদ্ধাদেরও বিপ্লবী সন্ত্রাসবাদী বলা হয়েছে।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যোগেশ ত্যাগীর সঙ্গে দেখা করে তাঁরা বলেছেন, ভগতকে ফাঁসিতে ঝুলিয়েছিল যে ব্রিটিশ শাসক, তারা পর্যন্ত তাঁকে তাদের রায়ে প্রকৃত বিপ্লবী বলেছে। সন্ত্রাসবাদ জাতীয় কোনও শব্দ তাঁর নামের পাশে বসায়নি। অথচ স্বাধীনতাপ্রাপ্তির ৬৮ বছর বাদে বিপ্লবীদের সম্পর্কে এ ধরনের কথা বলা হচ্ছে, যাঁরা নিজেদের জীবন দিয়েছেন দেশের মুক্তির জন্য। বিতর্ক তৈরির জন্য বিপ্লবীদের সম্পর্কে এমন শব্দ ব্যবহার খুবই দুর্ভাগ্যজনক।
ইতিহাস বইয়ে ভগৎ সিংহ ‘বিপ্লবী সন্ত্রাসবাদী’! প্রতিবাদ পরিবারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Apr 2016 12:36 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -