নয়াদিল্লি ও লখনউ:  ধুলো-ঝড়ের কবলে দিল্লি। মৌসম ভবন থেকে জানানো হয়েছে, রবিবার সকাল থেকেই দিল্লিতে তীব্র গরম ছিল। সর্বাধিক তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল সাড়ে ৮টা নাগাদ বাতাসের আদ্রতার পরিমাণ ৬০ শতাংশ। কিন্ত, বিকেল হতেই বদলে যায় পরিস্থিতি। সাড়ে চারটে নাগাদ ঝোড়ো হাওয়া বয়ে যায় রাজধানীর ওপর দিয়ে। তাতে, গরমের অস্বস্তি থেকে কিছুটা রেহাই পান মানুষ। কমে যায় তাপমাত্রা।


এদিকে, মৌসম ভবনের সতর্কতা, আগামীকাল উত্তরপ্রদেশের ২৬টি জেলায় ধুলো-ঝড় হতে পারে। হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও। সেইসঙ্গে, ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে—বারাইচ, শ্রবস্তী, বলরামপুর, গোন্ডা, সিদ্ধান্ত, ফৈজাবাদ, সুলতানপুর, আজমগড় ও অম্বেডনগরে ধুলো-ঝড় হতে পারে। এছাড়া, ধুলো-ঝড় হতে পারে মাউ, দেওরিয়া, বালিয়া, গাজিপুর, জৌনপুর, প্রতাপগড়, এলাহাবাদ, সন্ত রবিদাস নগর, বারাণসী, চন্দৌলি, মিরজাপুর এবং সোনভদ্র জেলায়।


প্রসঙ্গত, গত ৯ মে, উত্তরপ্রদেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে ঝড় বয়ে গেলে তাতে প্রাণ হারান ১৮ জন। আহত হন আরও ২৭। তার আগে, ২-৩ মে ঝড় ও বজ্রপাতে উত্তরপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গনা, উত্তরাখণ্ড ও পঞ্জাবে ১৩৪ জন মারা যান। আহত হন তার শতাধিক মানুষ। এর মধ্যে উত্তরপ্রদেশেই মৃত্যু হয় ৮০ জনের।