জাতীয় আবহাওয়া বিভাগ জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ। ভূগর্ভের ৩৩ কিমি গভীরে কম্পন হয়েছে। তবে ইউরোপের ভূকম্প কেন্দ্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল পিপলকোটি।
ভূমিকম্পে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর নেই। তবে বিস্তারিত তথ্য না আসায় জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের দুটি দলকে রুদ্রপ্রয়াগে পাঠানো হয়েছে।
রুদ্রপ্রয়াগ ছাড়াও পঞ্জাব, দিল্লি, আগরা, চণ্ডীগড়, দেহরাদুন সহ বিভিন্ন অঞ্চলে কম্পন টের পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ ভূমিকম্পের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছেন। কেন্দ্র পরিস্থিতির উপর নজর রাখছে।