ভুবনেশ্বর: ভারত ভ্রমণে ইচ্ছুক বিদেশিদের প্রতি একটি পরামর্শ আছে সদ্য দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী কে জে আলফোন্সের। গোমাংস খেতে হলে নিজের দেশে খেয়ে আসুন। তারপর এ দেশে আসুন।

ট্যুরিজম সংস্থাগুলির এক বার্ষিক সমাবেশে ভুবনেশ্বর এসেছেন মন্ত্রী। তাঁকে প্রশ্ন করা হয়, গোরক্ষার নামে বাড়াবাড়ি ও নানা রাজ্যে গোমাংসের ওপর নিষেধাজ্ঞা দেশের পর্যটন শিল্পে প্রভাব ফেলেছে কিনা। জবাবে তিনি এই রাস্তা বাতলেছেন।

মাত্র কদিন আগেই শোনা গিয়েছিল, এই আলফোন্স বলেছেন, কেরালার মানুষ গোমাংস খেতে পারবেন। তিনি নাকি বলেন, গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর বলেছেন, গোয়ার মানুষ গোমাংস খেতে পারবেন। একই নিয়ম কেরালাতেও প্রযোজ্য। তবে এ নিয়ে জিজ্ঞাসা করা হলে প্রাক্তন এই কূটনীতিক জানিয়েছেন, এ কথা বলেননি তিনি। তিনি খাদ্যমন্ত্রী নন, যে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

পর্যটন নিয়ে বলতে গিয়ে আলফোন্স বলেন, তাঁর মন্ত্রক দেশজুড়ে পর্যটনের প্রসার ঘটানোর জন্য সৃজনশীল সব চিন্তাভাবনার আবেদন করেছে। মানুষ আসছেন, নিজেদের ভাবনার কথা বলছেন। এক মাসের মধ্যে কাজের পরিকল্পনা তৈরি হবে।