নয়াদিল্লি: পেইড নিউজ অর্থাত পয়সা দিয়ে খবর বের করার মামলায় মন্ত্রিত্ব গেল মধ্যপ্রদেশের বিজেপি সরকারের মন্ত্রীর। ভোট প্রচারের খরচের ভুল তথ্য দেওয়ায় বাতিল হয়ে গেল তাঁর মন্ত্রিপদ। তিন বছরের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অধিকার খারিজ হয়েছে নরোত্তম মিশ্র নামে ওই মন্ত্রীর। তিনি দাতিয়া বিধানসভা কেন্দ্র থেকে ভোটে জয়ী হয়েছিলেন। তাঁর নির্বাচনও বাতিল বলে জানাল নির্বাচন কমিশন।

শিবরাজ সিংহ চৌহান মন্ত্রিসভায় জল সম্প্দ ও পরিষদীয়বিষয়ক মন্ত্রী ছিলেন নরোত্তম। গুরুত্বের দিক থেকে তিনি মন্ত্রিসভার দু নম্বর লোক। জনসম্পর্ক দফতরও তাঁর হাতে।

নরোত্তম রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ, ২০০৮ সালের নির্বাচন সংক্রান্ত ব্যয়ের হিসাবে বেশ কিছু তথ্য বিস্তারিত দেননি বলে কমিশনে ২০১২ সালে অভিযোগ দায়ের করেছিলেন কংগ্রেসের রাজেন্দ্র ভারতী, যিনি তাঁর কাছে ভোটে পরাস্ত হয়েছিলেন।

তাঁর দাবি, ২০০৮-এর বিধানসভা ভোটের আগে ভোটারদের কাছে নিজের ইমেজ উজ্জ্বল করতে পয়সা দিয়ে সংবাদপত্রে খবর ছাপান নরোত্তম, এজন্য কত খরচ করেছেন, তার হিসাব দেননি। এর প্রেক্ষিতে তাঁকে ২০১৩-য় পাঠানো কমিশনের শো কজ নোটিসে বলা হয়, ২০০৮ এর ৮ থেকে ২৭ নভেম্বরের মধ্যে বিভিন্ন সংবাদপত্রে তাঁর সম্পর্কে ৪২টি এমন খবর বেরয়, যা আদতে বিজ্ঞাপন।

কমিশনের নোটিসের বিরুদ্ধে প্রথমে মধ্যপ্রদেশ হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্টে যান তিনি। কিন্তু কোথাও রায় তাঁর অনুকূলে যায়নি। আর শনিবার কমিশন চূড়ান্ত রায়ই জানিয়ে দিল তাঁর ব্যাপারে। গত বছর কমিশন তাঁকে দিল্লিতে জেরা করে অভিযোগ সম্পর্কে। তাতেই বেরিয়ে পড়ে যে, তিনি পেড নিউজের পিছনে খরচের পরিমাণ গোপন করে গিয়েছেন।

কংগ্রেস অবিলম্বে নরোত্তমের ইস্তফা দাবি করেছে। বিধানসভার বিরোধী দলনেতা অজয় সিংহের কটাক্ষ, কীভাবে বিজেপির মন্ত্রীরা ভোটে জেতেন, প্রমাণ হয়ে গেল।

নরোত্তম অবশ্য অভিযোগ উড়িয়ে দাবি করেছেন, মিডিয়াকে একটিও পয়সা দিইনি। কোনও প্রমাণই নেই। আমার আইনজীবী কমিশনের নির্দেশ খতিয়ে দেখছেন। প্রয়োজনে হাইকোর্টে যাব।