নয়াদিল্লি: গুজরাতের বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা না করায় নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ কংগ্রেস নেতা পি চিদম্বরমের। তাঁর তীর্যক ট্যুইট, গুজরাত সরকার সমস্ত ছাড় ও প্রতিশ্রুতি ঘোষণার পর নির্বাচন কমিশনের শীত ঘুম ভাঙবে।

চিদম্বরম বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুজরাতের ভোটের দিন ঘোষণার দায়িত্ব দিয়েছে কমিশন। প্রধানমন্ত্রী তাঁর শেষ প্রচার সভায় সেই দিন ঘোষণা করবেন।







উল্লেখ্য, এর আগে সিপিএমও গুজরাতের ভোটের নির্ঘন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে।

গত ১২ অক্টোবর কমিশনের হিমাচল প্রদেশ ও গুজরাতের ভোটের নির্ঘন্ট ঘোষণা করার কথা ছিল। কিন্তু ওই দিন শুধু হিমাচলের নির্ঘন্ট ঘোষণা করা হয়।

মুখ্য নির্বাচন কমিশনার এ কে জ্যোতি অবশ্য বলেছিলেন যে, ১৮ ডিসেম্বরের আগেই ভোট হবে গুজরাতে। ওই দিন হিমাচল প্রদেশের ভোটের ফল প্রকাশিত হবে।