নয়াদিল্লি: মার্চের প্রথম সপ্তাহে সম্ভবত আগামী লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই এমনটাই জানিয়েছে।
বর্তমান লোকসভার মেয়াদ শেষ হচ্ছে ৩ জুন। সূত্রের খবর, ভোটগ্রহণ কটি পর্যায়ে হবে এবং তার তারিখ-সময় সহ যাবতীয় নির্ঘণ্ট-প্রক্রিয়ার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কমিশন। নির্বাচন কটি পর্যায়ে হবে, তা নির্ভর করছে নিরাপত্তা বাহিনী মোতায়েন ও সহজলভ্যতা নিয়ে। একইসঙ্গে, খতিয়ে দেখতে হচ্ছে, বাহিনীর প্রয়োজনীয়তাও। তবে, সূত্রের দাবি, ঘোষণা মার্চের প্রথম সপ্তাহে করা হতে পারে।
সূত্রের দাবি, বিগতবারের মতো এবারও সম্ভবত লোকসভা ভোটের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম ও অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচনও সেরে ফেলতে পারে কমিশন। এছাড়া, যেহেতু জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভেঙে দেওয়া হয়েছে, তাই সেখানেও ৬ মাসের মধ্যে নতুন নির্বাচন করতে হবে কমিশনকে। বিধানসভা ভেঙে দেওয়া হয়েছিল গত বছরের নভেম্বর মাসে। ফলে, মে মাসের মধ্যে সেখানে ভোটগ্রহণ করতেই হবে। তবে, সেখানকার সার্বিক স্পর্শকাতর পরিস্থিতির কথা মাথায় রেখে লোকসভার আগেই জম্মু ও কাশ্মীরে ভোট করিয়ে দিতে পারে কমিশন।
২০০৪ লোকসভা নির্বাচন চার দফায় হয়েছিল। ২০০৯ সালের নির্বাচন হয়েছিল ৫ দফায়। সেখানে ২০১৪ সালের নির্বাচন হয়েছিল ৯ দফায়। আগামী নির্বাচন ক’দফায় হয়, তা দেখার জন্য কমিশনের ঘোষণার দিকে তাকিয়ে গোটা দেশ।
মার্চের প্রথম সপ্তাহেই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন
Web Desk, ABP Ananda
Updated at:
18 Jan 2019 05:30 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -