নয়াদিল্লি: মহারাষ্ট্রের পালঘরে লোকসভা উপনির্বাচনে বিজেপি-র কাছে হারের পর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে অভিযোগ তুলেছিল শিবসেনা। তবে সেই অভিযোগ উড়িয়ে দিল নির্বাচন কমিশন। প্রেস ইনফরমেশন ব্যুরো নির্বাচন কমিশনের পক্ষ থেকে ট্যুইট করে জানিয়েছে, ‘নির্বাচনী প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেটা নিশ্চিত করার জন্য কমিশন সবদিক খতিয়ে দেখেছিল। সব ত্রুটি-বিচ্যুতি মেরামত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।’



মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনী আধিকারিককে উদ্ধৃত করে নির্বাচন কমিশনের এক মুখপাত্র বলেছেন, পালঘরে উপনির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বিজয়ী বিজেপি প্রার্থীকে শংসাপত্র দিয়েছেন রিটার্নিং অফিসার। শিবসেনা পুনর্গণনার দাবি জানালেও, তা খারিজ করে দেওয়া হয়েছে।

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের অভিযোগ, ‘গত কয়েকদিন ধরে এবং নির্বাচনের দিনও ইভিএম নিয়ে অনেক অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের কি নির্বাচনী ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ নেই? বিভিন্ন জায়গায় ইভিএম জালিয়াতি করা হয়েছিল। মানুষ ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করতে পারেনি। ভোটদানের হারে সামঞ্জস্য ছিল না। এর জন্য নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকদের সাসপেন্ড করা উচিত।’ যদিও এই অভিযোগ মানতে নারাজ কমিশন।