নয়াদিল্লি: অস্তিত্বহীন রাজনৈতিক দলে অনুদানের আড়ালে কালো টাকাকে সাদা? সন্দেহ নির্বাচন কমিশনের। ২০০টি দলকে চিহ্নিত করে তহবিল ও অর্থের উত্স খতিয়ে দেখতে আয়কর দফতরে চিঠি পাঠাচ্ছে কমিশন। দীর্ঘদিন ধরে কোনও ভোটে লড়াই করেনি, এমন ২০০ দলকে ‘তালিকাবহির্ভূত’ করেছে কমিশন। ২০০৫-এর পর ভোটে লড়াই করেনি ওই দলগুলি।
কমিশন মনে করছে, ওই দলগুলির অস্তিত্ব শুধুই খাতায় কলমে। অনুদান গ্রহণের মাধ্যমে দলগুলি কালো টাকার কারবারীদের টাকা সাদা করার ক্ষেত্রে সাহায্য করে।
আগামী কয়েকদিনের মধ্যে ‘তালিকাবহির্ভূত’ দলগুলির তালিকা আয়কর কর্তৃপক্ষের কাছে পাঠাবে। আর্থিক তছরুপে তাদের কোনও ভূমিকা থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করারও আর্জি জানাবে কমিশন।
নির্বাচন কমিশনের রাজনৈতিকদলগুলিকে নথিভুক্ত করার অধিকার রয়েছে। কিন্তু কোনও দলের নথিভুক্তি বাতিলের অধিকার সংক্রান্ত কোনও আইনি ক্ষমতা কমিশনের নেই। এ সংক্রান্ত ক্ষমতা পাওয়ার দাবি কেন্দ্রীয় আইনমন্ত্রকের কাছে বকেয়া রয়েছে। এক্ষেত্রে সংবিধানের ৩২৪ ধারার আওতায় নিষ্ক্রিয় দলগুলিকে তালিকাবহির্ভূত করেছে কমিশন।
কমিশনে নথিভুক্ত রয়েছে ১৭৮০ টিরও বেশি অস্বীকৃত রাজনৈতিক দলের নাম। এর পাশাপাশি রয়েছে সাতটি জাতীয় ও ৫৮ টি রাজ্যভিত্তিক দল।
অস্তিত্বহীন ২০০ দলের তহবিল খতিয়ে দেখতে আয়কর বিভাগকে চিঠি দিচ্ছে কমিশন
ABP Ananda, web desk
Updated at:
21 Dec 2016 03:54 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -