চন্ডীগড়: ইভিএমে কারচুপির আশঙ্কা দূর করতে খুব শীঘ্রই সর্বদলীয় বৈঠক ডাকতে চলেছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন দলের পক্ষ থেকে ইভিএমে কারচুপির অভিযোগ করা হয়েছে। কোনও কোনও দলের পক্ষ থেকে ইভিএমের পরিবর্তে ব্যালট পেপারে ভোটগ্রহণের দাবিও জানানো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি সর্বদলীয় বৈঠক ডাকার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, আসন্ন সমস্ত নির্বাচনেই কমিশন ভোটার-ভেরিফায়েড পেপার অডিট ট্রেল (ভিভিপিএটি) ব্যবহার করতে আগ্রহী। ভোটারদের আস্থা বাড়াতে এবং নির্বাচন প্রক্রিয়ায় আরও বেশি স্বচ্ছ্বতা আনতেই এই উদ্যোগ। জাইদি জানিয়েছেন, ইভিএম মেশিনে কারচুপি সম্ভব নয় এবং তা প্রশাসনিক ও প্রযুক্তি পদ্ধতির মাধ্যমে সেগুলি পূর্ণ সুরক্ষিত। সর্বদলীয় বৈঠকে কমিশনের পক্ষ থেকে এ কথা জানানো হবে।

সম্প্রতি ১৬ টি বিরোধী দল কমিশনকে ব্যালট পেপারে ভোটগ্রহণ করার আর্জি জানিয়েছিল। ওই দলগুলির দাবি ছিল, ইভিএম সম্পর্কে ভোটারদের আস্থা কমে গিয়েছে। জাইদি বলেছেন, ইভিএমে কারচুপির অভিযোগ প্রমাণ করতে সরাসরি চ্যালেঞ্জ জানানোর পরিকল্পনাও করছে কমিশন।

ভিভিপিএটি মেশিন সম্পর্কে জাইদি বলেছেন, এক্ষেত্রে যে অর্থের প্রয়োজন ছিল তা পাওয়া গিয়েছে।  দুটি রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বিইএল) এবং ইলেক্ট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া (ইসিআই)-র কাছে ১৫ লক্ষ ভিভিপিএটি মেশিন সরবরাহের বরাত দেওয়া হয়েছে। ২০১৮-র সেপ্টেম্বরের মধ্যেই ওই মেশিনগুলি তৈরি হয়ে যাবে।

জাইদি বলেছেন, কমিশনের লক্ষ্য আগামী সমস্ত নির্বাচনেই ভিভিপিএটি ব্যবহার করা। ভারত সম্ভবত প্রথম দেশ হবে, যেখানে সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রেই ভিভিপিএটি ব্যবহার করা হবে।