নয়াদিল্লি: কালো টাকাকাণ্ডে এবার গ্রেফতার দিল্লির হাই প্রোফাইল আইনজীবী রোহিত টণ্ডন। ভুয়ো অ্যাকাউন্ট খুলে ৭৬ কোটি কালো টাকা সাদা করার অভিযোগ রয়েছে এই আইনজীবীর বিরুদ্ধে। ইডি সূত্রে খবর, দিল্লিতে ভিআইপি মহলে যাতায়াত ছিল রোহিত টণ্ডনের। বেশ কয়েকজন ভিআইপি-র কালো টাকা তাঁর মাধ্যমে সাদা করা হয়েছে বলে অনুমান ইডি-র। কলকাতার ব্যবসায়ী ধৃত পারশমল লোঢা ও বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার আশিস কুমারকে জেরা করে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে আইনজীবী রোহিত টণ্ডনকে গ্রেফতার করে ইডি।
উল্লেখ্য, নোট বাতিলের পর কালো টাকার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে হানা দিচ্ছে চলছে। টন্ডনেরও ল ফার্ম চত্বরে অভিযান চালিয়ে ১৩.৩ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়। গত কয়েকদিন ধরেই তাঁকে জেরা করা হচ্ছিল। গতকাল তাঁকে আর্থিক তছরুপ দমন আইনে গ্রেফতার করা হয়।
টন্ডন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী। তাঁর বাবা পঞ্জাব হাইকোর্টের প্রাক্তন বিচারপতি।
২০১৪-তে লোধি কলোনিতে তাঁর ১০০ কোটি টাকার বাংলো কেনা নিয়ে বেশ শোরগোল পড়েছিল। ছত্তরপুরে একটি বিলাসবহুল ফার্ম হাউস ও দ্বারকাতেও তাঁর একটি অফিস রয়েছে।
৭৬ কোটি কালো টাকা সাদা করার অভিযোগে গ্রেফতার দিল্লির হাইপ্রোফাইল আইনজীবী
ABP Ananda, web desk
Updated at:
29 Dec 2016 10:51 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -