নয়াদিল্লি: করোনা অতিমারীর জেরে ত্রস্ত দেশ। চলছে লকডাউন। যদিও সরকারের নির্দেশিকা অগ্রাহ্য করেই মহাবালেশ্বরের বাগানবাড়িতে চলে গিয়েছিলেন কপিল ও ধীরজ ওয়াধবন। সেই অপরাধে ডিএইচএফএলের দুই কর্ণধারকে আটক করল মহারাষ্ট্রের সাতারা জেলার পুলিশ। তাঁদের পাঁচটি বিলাসবহুল গাড়িকে আটক করার নির্দেশিকা জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।


এদিকে, ইয়েস ব্যাঙ্কের টাকা তছরুপের অভিযোগের তদন্তে দুই ওয়াধবন ভাইকে জিজ্ঞাসাবাদ করতে চায় দুই কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডি। তাই কপিল ও ধীরজকে লকডাউন চলা পর্যন্ত আটক করে রাখার জন্য সাতারা জেলার পুলিশকে বলা হয়েছে। সূত্রের খবর, ইয়েস ব্যাঙ্কের কেলেঙ্কারি সামনে আসার পর থেকে বেপাত্তা ছিলেন কপিল ও ধীরজ। অবশেষে মহাবালেশ্বরে তাদের বাগানবাড়ির আশপাশের অঞ্চলের বাসিন্দারা বিলাসবহুল গাড়িতে করে ওয়াধবন ভাইদের আসার কথা পুলিশকে জানান। তারপরই তাঁদের আটক করে সাতারা জেলার পুলিশ। আটক করা হয়েছে বাগানবাড়িতে থাকা মোট ২৩ জনকে।

আপাতত কোয়ারেন্টিনে রাখা হয়েছে আটক সকলকে। সিবিআই পুলিশকে জানিয়েছে, তাদের কাছ থেকে ছাড়পত্র না পেলে যেন ওয়াধবন ভাইদের কোনওভাবেই না ছাড়া হয়।