নয়াদিল্লি: বিদেশি বিনিময় মুদ্রা মামলায় জম্মু ও কাশ্মীরের পাকিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত কনফারেন্স নেতা সৈয়দ আলি শা গিলানির বিরুদ্ধে ১৪.৪০ লক্ষ টাকা পেনাল্টি বা জরিমানা ধার্য করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এছাড়া তাঁর বিরুদ্ধে বিদেশি বিনিময় মুদ্রা পরিচালন আইনে (ফেমা) দায়ের হওয়া এই মামলায় প্রায় ১০০০০ মার্কিন ডলার (প্রায় ৬.৮ লক্ষ টাকা) বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থাটি।
গিলানির বিরুদ্ধে নিজের কাছে বেআইনি ভাবে বিদেশি বিনিময় মুদ্রা রাখার মামলার তদন্ত করছিল ইডি। তদন্ত ও আইনি মোকদ্দমা প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ২০ মার্চের নির্দেশে ইডি গিলানিকে জরিমানা করেছে, তাঁর কাছ থেকে যে ১০০০০ ডলার পাওয়া গিয়েছিল বলে অভিযোগ, তা বাজেয়াপ্ত করতে বলেছে।
গিলানির বিরুদ্ধে আয়কর দপ্তরের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই মামলার তদন্ত ভার হাতে নেয় ইডি।
জম্মু ও কাশ্মীরের আরেক শীর্ষ বিচ্ছিন্নতাবাদী নেতা জেকেএলএফ-এর ইয়াসিন মালিকের বিরুদ্ধেও একই প্রক্রিয়া চলছে।
বিদেশি বিনিময় মুদ্রা মামলায় পাকপন্থী বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতা গিলানিকে জরিমানা ১৪.৪০ লক্ষ টাকা, ১০০০০ মার্কিন ডলার বাজেয়াপ্তের নির্দেশ
Web Desk, ABP Ananda
Updated at:
22 Mar 2019 04:46 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -