নয়াদিল্লি: বিদেশি মুদ্রা বিনিময় পরিচালন আইনে (ফেমা) রুজু হওয়া মামলায় জেরায় হাজিরা দিতে সৈয়দ আলি শাহ গিলানি ও ইয়াসিন মালিককে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দুটি পৃথক মামলা রয়েছে জ্ম্মু ও কাশ্মীরের এই দুই বিচ্ছিন্নতাবাদী নেতার নামে। সে ব্যাপারে তদন্তের সূত্রেই তাঁদের জেরা করতে চান ইডি কর্তারা।
জেকেএলএফ নেতা মালিককে শ্রীনগরে ইডি অফিসে ২৮ মার্চ আসতে বলা হয়েছে। অন্যদিকে কট্টরপন্থী হুরিয়ত নেতা গিলানিকে ডাকা হয়েছে ২ এপ্রিল।
ইডি সূত্রে খবর, গিলানির শ্রীনগরের হায়দরপোরা বাসভবন থেকে ১০ হাজার মার্কিন ডলার পাওয়া গিয়েছিল। সেই সংক্রান্ত ২০০২ সালের এক মামলায় তাঁকে জেরা করতে চান ইডি অফিসাররা। এ ব্যাপারে গিলানির বিবৃতি নথিবদ্ধ করা হবে বলে জানিয়েছেন তাঁরা।
অন্যদিকে মালিকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল ২০০১ সালে স্থানীয় পুলিশের দায়ের করা এফআইআরের ভিত্তিতে। অভিযোগ, জনৈক এম এ দার ও তাঁর স্ত্রীর কাছ থেকে ০.১ মিলিয়ন মার্কিন ডলার পাওয়া গেলে তাঁরা নাকি পুলিশকে জানান, মালিককে দেওয়ার জন্য তাঁকে নেপালে একটি লোক ওই অর্থ দিয়েছে। ওই মামলায় মালিককে গ্রেফতার করা হয়েছিল, তবে তিনি পরে জামিন পেয়ে যান।
ইডি অফিসাররা জানিয়েছেন, দুটি মামলায় তদন্তে বিলম্ব হয়েছে ২০১৪ সালে কাশ্মীরে বন্যায় প্রচুর নথিপত্র নষ্ট হয়ে যাওয়ার ফলে।