পটনা: গ্রামের সরপঞ্চের বাড়িতে দরজায় টোকা না দিয়েই ঢুকে পড়েছিলেন। সেই সময় বাড়িতে কোনও পুরুষ সদস্য ছিলেন না। শুধুমাত্র এই কারণে মধ্যযুগীয় শাস্তির শিকার হলেন বিহারের নালন্দা জেলার ৫৪ বছরের এক ব্যক্তি।তাঁকে মাটি থেকে নিজের থুতু চেটে খেতে বাধ্য করা হল। সেই সঙ্গে মহেশ ঠাকুর নামে ওই ব্যক্তিকে মহিলারা জুতো দিয়েও মারেন। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে  দেখা যাচ্ছে, মহেশকে দুজন মহিলা জুতো দিয়ে মারছেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জেলায় এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, গত বুধবার রাতে মহেশ সরপঞ্চ সুরেন্দ্র যাদবের বাড়িতে গিয়েছিলেন তামাকের খোঁজে। অন্য একটি সূত্রের খবর, একটি সরকারি প্রকল্পের সুবিধা চাইতে তিনি সরপঞ্চের বাড়িতে গিয়েছিলেন।

নির্যাতিত মহেশ পেশায় ক্ষৌরকার। নুরাসরাই ব্লকের অজয়পুর গ্রামে তাঁর সেলুন রয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে পঞ্চায়েত ডাকা হয়।  সেখানে মহেশকে বেশ কয়েকজন মহিলা জুতো দিয়ে মারেন বলে অভিযোগ। নালন্দা জেলা ম্যাজিস্ট্রেট থিয়াগরাজন এ কথা জানিয়েছেন। ঘটনার বিস্তারিত জানতে এক পুলিশ অফিসারকে পাঠানো হয়।

প্রশাসন পুলিশকে তদন্ত করে দুদিনের মধ্য রিপোর্ট জমা দিতে বলেছে।

বিহারের মন্ত্রী নন্দ কিশোর এই ঘটনার নিন্দা করেছেন এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।