ভোপাল: হাসপাতালের বিল মেটাতে পারেননি, তাই বিছানার সঙ্গে দড়ি দিয়ে বৃদ্ধের হাত পা বেঁধে রাখার অভিযোগ! মধ্যপ্রদেশের হাসপাতালের বর্বরোচিত ব্যবহারে নিন্দার ঝড়! হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ওই রোগীর খিঁচুনির অসুখ ছিল। তাই তিনি যাতে নিজেকে নিজে আঘাত করতে না পারেন সেই জন্যই হাত-পা আলগাভাবে বেঁধে রাখা হয়েছিল তাঁর।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ট্যুইট করে এই ঘটনায় পদক্ষেপ নেবার আশ্বাস দিয়েছেন। একটি ট্যুইট করে হিন্দিতে তিনি লেখেন,  মধ্যপ্রদেশের সাজাপুরের হাসপাতালে যে ঘটনা ঘটেছে তা বর্বরোচিত। এই ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে, অপরাধীরা ছাড়া পাবে না।

ওই বৃদ্ধের মেয়ের অভিযোগ, অসুস্থ হয়ে সাজাপুরের হাসপাতালে ভর্তি হন ওই বৃদ্ধ। ভর্তির সময় পরিবারের তরফে ৫০০০ টাকা জমা করা হয়েছিল। কিন্তু চিকিৎসা আরও বেশিদিন চলার জন্য বাড়তে থাকে হাসপাতালের বিল। অবশেষে সেই বিল দাঁড়ায় ১১০০০ টাকায়। বাকি টাকা বৃদ্ধের পরিবার চোকাতে না পারায় বৃদ্ধের হাত-পা বিছানার সঙ্গে বেঁধে রাখা হয় বলে অভিযোগ।



অন্যদিকে হাসপাতাল সূত্রে খবর, ওই বৃদ্ধের মৃগী বা খিঁচুনি রোগ ছিল। তাই যাতে তিনি নিজেকে নিজে আঘাত না করে ফেলেন। আরও জানানো হয়েছে, ওই বৃদ্ধের বিল মানবতার খাতিরে হাসপাতাল থেকে আগেই মকুব করে দেওয়া হয়েছে।

কংগ্রেস নেতা কমল নাথ এই ঘটনাকে 'অমানবিক' বলে নিন্দা করেন। ট্যুইট করে এই ঘটনার প্রতিবাদ করে ছবিও শেয়ার করেন তিনি।

জেলা প্রশাসকের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।