নয়াদিল্লি: জনমানসের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে এবার বেশি করে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ নির্বাচন কমিশন।


এদিন কমিশনের তরফে জানানো হয়েছে, এখন থেকে ফেসবুক ও ইউটিউবে জনস্বার্থে প্রচারিত তথ্য তুলে ধরা হবে। এদিন মুখ্য নির্বাচন কমিশনার ও পি রাওয়াত এবং আরও ২ নির্বাচন কমিশনার সুনীল অরোরা এবং অশোক লাভাসা একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে এসে এমনটাই জানান।


কমিশনের ডিজি (যোগাযোগ) ধীরেন্দ্র ওঝা বলেন, এবার থেকে এই দুই সোশ্যাল মিডিয়ায় নির্বাচন কমিশনের উপস্থিতি বেশি করে নজরে আসবে। তিনি জানান, বিভিন্ন অংশীদারের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের দাবি, এর ফলে কমিশনের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে নেটিজেনদের অবগত করা।


প্রসঙ্গত, আগে থেকেই ফেসবুক ও ইউটিউবে নিজস্ব পেজ রয়েছে নির্বাচন কমিশনের। কিন্তু, সেখানে ততটা সক্রিয়তা ছিল না। কমিশন জানিয়েছে, এবার থেকে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে বেশি করে ব্যবহার করা হবে।


এখানে বলে রাখা প্রয়োজন, কমিশনের ফেসবুক পেজ ‘ইন্ডিয়া ভোটস’ গত বছর থেকে অ্যাক্টভ। সেখানে মূলত প্রবাসী ভোটারদের সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে। একইভাবে, ইউটিউবে বিভিন্ন প্রশিক্ষণ সংক্রান্ত ভিডিও আপলোড করা হয়েছে।


তবে, এখনই টুইটার হ্যান্ডল চালু করার কোনও ভাবনাচিন্তা নেই বলে জানিয়ে দিয়েছে কমিশন।