নয়াদিল্লি: সংস্থার কয়েকজন কর্মীর আচরণে তিনি যারপরনাই ‘লজ্জিত ও মর্মাহত’ বলে জানালেন অ্যাক্সিস ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও শিখা শর্মা।
ভবিষ্যতে এমন অনভিপ্রতে ঘটনা যাতে এড়ানো সম্ভব হয়, কর্মীদের আচরণ সম্পর্কে বিস্তারিত তথ্য জোগাড় করতে একটি ফরেন্সিক অডিট সংস্থার সঙ্গে চুক্তি করেছে ব্যাঙ্ক।
শিখা স্বীকার করেন, কিছু কর্মীর হালের আচরণে তিনি ভীষণই মর্মাহত এবং লজ্জিত। আমরা অনেকের আশা ভঙ্গ করেছি। আমরা ওই কর্মীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থাগ্রহণ করেছি।
তা সত্ত্বেও এদিন শিখা দাবি করেন, সাম্প্রতিককালে ডিমোনেটাইজেশনের পরবর্তী অধ্যায়ে ব্যাঙ্কের ব্যাঙ্কের বিভিন্ন কর্মীর নাম কেলেহঙ্কারি ও তছরুপের সঙ্গে জড়িয়ে পড়লেও, সংস্থার ভিত এখনও শক্তই রয়েছে।
তিনি বলেন, সাম্প্রতিককালে ব্যাঙ্কের বেশ কিছু অ্যাকাউন্টে আচমকা বিপুল পরিমাণ টাকা ঢুকেছে। সন্দেহজনক মনে হলেই সেগুলির ওপর নজর রাখা হচ্ছে।