নয়াদিল্লি:  যৌন নিগ্রহে অভিযুক্ত কর্মীকে অন্য অফিসে বদলি করা যেতে পারে বলে জানাল সরকার। সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং অভিযুক্ত যাতে নির্যাতিতাকে প্রভাবিত করতে না পারেন তার জন্য এই বদলি করা যেতে পারে বলে জানাল কর্মীবর্গ ও প্রশিক্ষণ বিভাগ (ডিওপিটি)। একইসঙ্গে জানানো হয়েছে যে, অভিযুক্ত সিনিয়র হলেও ঘটনার তদন্ত করতে পারবেন কোনও জুনিয়র অফিসার।


কয়েকটি ঘটনায় অভিযুক্ত নির্যাতিতাকে প্রভাবিত করছে বা হুমকি দিচ্ছে, এমন অভিযোগ আসার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে সমস্ত কেন্দ্রীয় সরকারি বিভাগে নির্দেশ পাঠানো হয়েছে।

ডিওপিটি এক বিবৃতিতে বলেছে, নিরপেক্ষ তদন্তের স্বার্থে মন্ত্রক বা বিভিন্ন বিভাগগুলি যৌন নিগ্রহ অভিযুক্ত অফিসারকে বদলি করতে পারে বা অন্য কোনও অফিসে দায়িত্ব দিতে পারে। অফিসে নিজের পদের প্রভাব খাটিয়ে অভিযুক্ত যাতে কমপ্লেন্টস কমিটির কার্যাবলীকে প্রভাবিত করতে না পারেন তা নিশ্চিত করতে ওই পদক্ষেপ নেওয়া যেতে পারে।

বিবৃতিতে বলা হয়েছে, তদন্তের জন্য সংশ্লিষ্ট অফিসে যদি কোনও মহিলা অফিসার বা উপযুক্ত উচ্চপদের অফিসার না থাকেন তাহলে অন্য অফিস থেকে অফিসার নিয়োগ করা যেতে পারে। অবাঞ্ছিত চাপের সম্ভাবনা এড়াতে কমপ্লেন্টস কমিটির কোনও এনজিও বা যৌন নিগ্রহের অভিযোগ সম্পর্কে ওয়াকিবহাল কোনও সংস্থাকে যুক্ত করা উচিত।